২৩০ জন বন্দি বিনিময় করল ইউক্রেন-রাশিয়া

0
32
বন্দি বিনিময় করল ইউক্রেন-রাশিয়া

আরব আমিরাতের মধ্যস্থতায় ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ২৩০ জন বন্দি বিনিময় করেছে। রাশিয়ার কুরস্কে ইউক্রেন আক্রমণ শুরু করার দুই সপ্তাহের মাথায় এই বন্দি বিনিময় সম্পন্ন হলো। শনিবার (২৪ আগস্ট) এক প্রতিবেদনে স্প্যানিশ গণমাধ্যম এজেন্সিয়া ইএফই এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ৬ আগস্ট রাশিয়ার কুরস্কে আক্রমণ শুরু করে ইউক্রেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে রাশিয়ার ভূখণ্ডের ভেতরে কোনো বিদেশি শক্তির এটিই সবচেয়ে বড় আক্রমণের ঘটনা।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বন্দি বিনিময়ের মাধ্যমে রাশিয়ার ১১৫ সেনাকে ফিরিয়ে আনা হয়েছে। তাঁদের কুরস্ক অঞ্চল থেকে আটক করেছিল ইউক্রেন বাহিনী। মুক্তি পাওয়া এই সেনাদের সবাই এখন বেলারুশে আছেন।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.