২১০০ কোটি টাকায় কি সৌদির ক্লাবে যাচ্ছেন রোনালদো

0
216
ক্রিস্টিয়ানো রোনালদো, ছবি: রয়টার্স

বিশ্বকাপ খেলতে কাতারে পা রাখার সময়ও ইউনাইটেডের খেলোয়াড় ছিলেন রোনালদো। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তাঁর একটি বিস্ফোরক সাক্ষাৎকারের সূত্রে ইউনাইটেডের সঙ্গে সম্পর্কে চিড় ধরে। সাক্ষাৎকারে ইউনাইটেড কোচ এরিক টেন হাগ, কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও মালিকপক্ষের সমালোচনা করেন তিনি। এর জেরে দুই পক্ষের পারস্পরিক সমঝোতায় চুক্তি বাতিলের খবর আসে।

রোনালদো অবশ্য সর্বশেষ দলবদল মৌসুমেও ইউনাইটেড ছাড়তে চেয়েছিলেন। তবে মার্কা, ডেইলি মেইলসহ একাধিক গণমাধ্যম জানিয়েছে, পাঁচবারের ব্যালন ডি’অরজয়ীকে কোনো ইউরোপীয় ক্লাব নিতে রাজি হয়নি। ওই সময় সৌদি আরবের ক্লাব আল–হিলাল তাঁর প্রতি আগ্রহ দেখিয়েছিল।

পিয়ার্স মরগানকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদোও নিশ্চিত করেন, ৩৫ কোটি ইউরোয় সৌদির একটি ক্লাব তাঁকে প্রস্তাব দিয়েছিল। তখন উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলতে ইউরোপের ক্লাব খুঁজছিলেন তিনি।

মার্কা বলছে, ক্লাবহীন রোনালদোকে এবার বড় অঙ্কের প্রস্তাব দিয়েছে সৌদির আল–নাসর, যা ইউরোপ বা যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের যেকোনো ক্লাবের চেয়ে কয়েক গুণ বেশি। ইউরোপের বড় কোনো ক্লাবেরও আগ্রহ না থাকায় আল–নাসরকে নিয়ে ইতিবাচক মত দেন রোনালদো।

সৌদির ফুটবল লিগে আল–নাসর সবচেয়ে সফল ক্লাব, জিতেছে ৯টি শিরোপা। প্রিন্স ফয়সাল বিন তুর্কির মালিকানাধীন ক্লাবটির বর্তমান কোচ রোমা ও মার্শেইয়ের সাবেক কোচ রুডি গার্সিয়া।

৩২ বছর বয়সী স্প্যানিশ সেন্টারব্যাক আলভারো গঞ্জালেস এবং কলম্বিয়ান গোলকিপার ডেভিড ওসপিনাও আল–নাসরে খেলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.