২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, পরীক্ষা শুরু ১০ এপ্রিল

0
9
বিএনপি
মহান বিজয় দিবস ও শহীদ বুদ্দিজীবী দিবস উপলক্ষ্যে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
 
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
 
জানা গেছে, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পরদিন শনিবার (১৪ ডিসেম্বর) ভোরে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এছাড়া, সকাল ৯টায় মিরপুরের শহিদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হবে।
 
অন্যদিকে, মহান বিজয় দিবস উপলক্ষ্যে রোববার (১৫ ডিসেম্বর) দুপুর ২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে দলীয় সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সেই সঙ্গে ওইদিন সকাল সাড়ে ৭টায় সাভারে জাতীয় স্মৃতি সৌধে শ্রদ্ধা জানানো হবে এবং রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করা হবে।
 
একই দিন দুপুর ২টায় মানিক মিয়া এভিনিউয়ে ‘সবার আগে বাংলাদেশ’ এর উদ্যোগে সার্বজনীন কনসার্ট হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.