১ নভেম্বর থেকে পলিথিন কারখানার বিরুদ্ধে চলবে অভিযান: পরিবেশ উপদেষ্টা

0
17
পরিবেশ,বন, জলবায়ু পরিবর্তন ও পানি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

নভেম্বরের ১ তারিখ থেকে পলিথিন কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। জানিয়েছেন পরিবেশ,বন, জলবায়ু পরিবর্তন ও পানি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে, মোহাম্মাদপুর টাউন হল সুপার মার্কেটে পলিথিন ব্যবহার বন্ধ নিয়ে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

উপদেষ্টা বলেন- ১ অক্টোবর থেকে সুপার শপে এবং ১ নভেম্বর থেকে কাঁচা বাজারগুলোতে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হলো। বলেন, পলিথিন বদলে পাট, কাপড় ও কাগজের ব্যাগ ব্যবহার করতে হবে।

তিনি বলেন, এগুলো বাজারে পর্যাপ্ত এবং সুলভ মূল্যে কিনতে পারবেন ক্রেতারা। উপদেষ্টা বলেন, আমরা ভয়, শাস্তি বা অভিযান দিয়ে নয় বরং মানুষকে উদ্বুদ্ধ করে পলিথিনের বিকল্প ব্যবহার বাড়াতে চাই।

তিনি আরও বলেন পরিবেশ, প্রতিবেশ এবং জীব জগতের জন্য অভিশাপ এই পলিথিন ব্যাবহার বন্ধ করতেই হবে। তবে- ক্রেতা ও বিক্রেতারা বলছেন, কাঁচা মাছ- মাংস বহনের যুৎসই বিকল্প না হলে; সুফল মিলবে না বলেও মন্তব্য করেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.