১৯ ফিশিং বোটসহ ১২২ জেলে আটক

0
20
বোটসহ ১২২ জেলে

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় মাছ শিকারের সময় ১২২ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

শুক্রবার (২৯ আগস্ট) সকালে টেকনাফ ও সেন্ট মার্টিন কোস্টগার্ডের যৌথ অভিযানে তাদের আটক করা হয় এবং ১৯টি ফিশিং বোট জব্দ করা হয়।

আটককৃত জেলেদের মধ্যে ২৯ জন বাংলাদেশি এবং ৯৩ জন রোহিঙ্গা। তাদেরকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক হওয়ার আগেই উদ্ধার করা হয় বলে জানিয়েছে কোস্টগার্ড।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়ামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ২৯টি ফিশিং বোট নিয়ে জেলেরা বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেছেন এবং তাদেরকে আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। এই তথ্যের ভিত্তিতেই কোস্ট গার্ডের কয়েকটি দল দ্রুত অভিযান চালায়।

তিনি আরও জানান, বারবার সতর্ক করার পরও জেলেরা আইন অমান্য করে বিদেশি জলসীমায় প্রবেশ করছেন। প্রায় এক মাস ধরে নাফ নদীর মোহনা ও নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে আরাকান আর্মি জেলেদের অপহরণ করে আসছে। এখন পর্যন্ত শতাধিক জেলে তাদের জিম্মায় রয়েছেন। আটককৃত জেলেদের আরাকান আর্মির হাতে জিম্মি হওয়ার আগেই নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে। অপহৃত জেলেদের উদ্ধারে বিজিবি ও কোস্টগার্ড কাজ করছে বলেও জানানো হয়।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.