উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে কাপ্তাই হ্রদের পানি। বাঁধের গেট ১ ফুট থেকে সাড়ে তিন ফুট পর্যন্ত বাড়ানো হলেও পানির চাপ কমানো যাচ্ছে না। এতে হ্রদের আশপাশের হাজারো বাড়িঘর তলিয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টা থেকে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি গেট দিয়ে সাড়ে তিন ফুট করে পানি ছাড়া হচ্ছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।
তিনি বলেন, প্রতি মুহূর্তে লেকের পানি অস্বাভাবিকভাবে বাড়ছে। পাহাড়ি ঢলের কারণে লেকের পানির উচ্চতা বিপৎসীমা অতিক্রম করেছে। এজন্য রাতেই সবগুলো গেট খুলে দেওয়া হয়।
তিনি আরও বলেন, বুধবার সকাল ৮টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৮ দশমিক ৯০ ফুট মিন সি লেভেল, যেখানে ধারণক্ষমতা ১০৯ ফুট মিন সি লেভেল। পানির চাপ বাড়ায় সচল হয়েছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট। সেখান থেকে প্রতি সেকেন্ডে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ।
এ দিকে পানি ছাড়ার কারণে কাপ্তাই বাঁধের নিচে কর্ণফুলী নদীতে স্রোত বেড়ে গেছে। এতে ব্যাহত হচ্ছে রাঙামাটি-বান্দরবান সড়কের চন্দ্রঘোনা ফেরি চলাচল।