বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, বিশ্বসাহিত্য কেন্দ্র ১৫ হাজার স্কুলে বইয়ের সেবা দিচ্ছে। আগামী তিন মাসের মধ্যে ৩০ হাজার স্কুলে এই সেবা পৌঁছে যাবে।
শনিবার বিকেলে রাজশাহীতে বই বিক্রয় ও প্রকাশনা প্রতিষ্ঠান ‘বাতিঘরে’র শাখা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শাখাটি নগরীর বোয়ালিয়া মডেল থানার পেছনে করা হয়েছে।
তিনি বলেন, একুশে বইমেলা দিয়ে একটি জাতি চলতে পারে না। এটি দিয়ে একটি গ্রাম, পাড়া বা মহল্লা চলতে পারে। কিন্তু জাতি চলতে পারে না। আজকের শিক্ষার্থীরা বইবিমুখ হয়ে গেছে। বই পড়ায় তাদের আগ্রহ বাড়াতে হবে।
তিনি আরও বলেন, এই সমাজে কেউ অন্যায় করে, কেউ অন্যায় সহে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে- দু’জনেই সমান অপরাধী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে অর্থনীতিবিদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক সনৎকুমার সাহা, রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ, জেলা প্রশাসক শামীম আহমেদ, মহানগর পুলিশ কমিশনার আনিসুর রহমান, বাতিঘরের সত্বাধিকারী দীপঙ্কর দাশ, সিইও ও প্রধান সম্পাদক জাফর আহমদ রাশেদ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ফুলের ফিতা কেটে বাতিঘরের শাখা উদ্বোধন করেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।