১৫ বাংলাদেশিসহ ৮৭ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

0
32
৮৭ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

সাজা শেষে ৮৭ জন অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। এদের মধ্যে রয়েছেন ১৫ জন বাংলাদেশি। শনিবার (৯ নভেম্বর) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এসব বিদেশি নাগরিককে তাদের নিজ দেশে প্রত্যাবর্তন করা হয়েছে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট (জেআইএম) ফেসবুকে এক বিবৃতিতে বলেছে, ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ সহ বিভিন্ন অপরাধে, ইন্দোনেশিয়ার ৩৩, ভারতের ২৯, বাংলাদেশের ১৫, কম্বোডিয়ার ৩, ভিয়েতনামের ৩, চীনের ২, থাই ১ এবং মিশরের ১ নাগরিকসহ মোট ৮৭ জন অভিবাসীর কারাদণ্ড শেষে তাদের প্রত্যাবাসন করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, অভিবাসীরা তাদের নিজ নিজ জাতীয় দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই ও পাস পাওয়ার পরেই তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়। আকাশ ও স্থলপথে তাদের নিজ দেশে ফেরার ক্ষেত্রে যাত্রার খরচ নিজেদেরই বহন করতে হয়েছে।

উল্লেখ্য, ফেরত পাঠানো যাত্রীদের কালো তালিকাভুক্তক করা হয়েছে, তারা যাতে ফের মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে।

আহমাদুল কবির, মালয়েশিয়া

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.