১০৬ প্রতিষ্ঠানকে জরিমানা

0
50
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর
ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ১০৬ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৪৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
 
বুধবার (২৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভোক্তা অধিকার।
 
এতে বলা হয়, ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে ইলিশ মাছ, ডিম, ব্রয়লার মুরগি, পেঁয়াজ, রসুন, আলু, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে অভিযান পরিচালনা করা হয়।
 
এদিন ঢাকা মেট্রোপলিটন এলাকাতে ভোক্তা অধিদপ্তরের ৮ জন কর্মকর্তার নেতৃত্বে ৮টি দল বাজারে অভিযান ও বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে।
 
এ ছাড়া দেশের অন্যান্য বিভাগীয় শহরসহ মোট ৪৮টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়। ৫৪টি দলের এই অভিযানের মাধ্যমে ১০৬টি প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়।
 
এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তর।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.