১০০ কোটি পার

0
24
আমরণ’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

ভারতের সিনেমার অন্যতম বড় বাজার মধ্যপ্রাচ্য। তবে মুক্তির ঠিক আগে নানা কারণে সৌদি আরবে নিষিদ্ধ করা হয় ভারতীয় তিন সিনেমা—‘ভুল ভুলাইয়া ৩’, ‘সিংহাম এগেইন’ ও ‘আমরণ’। নতুন খবর তিনি সিনেমাই ১০০ কোটি রুপি ব্যবসা পূর্ণ করেছে। এর মধ্যে আলাদাভাবে আলোচনায় তামিল সিনেমা ‘আমরণ’।

‘উরি’ থেকে ‘শেরশাহ’—সাম্প্রতিক সময়ে ভারতীয় সেনাবাহিনীর নানা ঘটনা নিয়ে বেশ কয়েকটি হিন্দি সিনেমা নির্মিত হয়েছে। এবার হলো দক্ষিণি সিনেমা ‘আমরণ’।

‘আমরণ’ সিনেমার দৃশ্য। আইএমডিবি
‘আমরণ’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

ছবিটি তৈরি হয়েছে শিব অরোরা ও রাহুল সিংয়ের লেখা বই ‘ইন্ডিয়াজ মোস্ট ফিয়ারলেস: ট্রু স্টোরিজ অব মডার্ন মিলিটারি হিরোজ’ অবলম্বনে। রাজকুমার পেরিয়াস্বামীর এই হিন্দি সিনেমায় অভিনয় করেছেন শিবাকার্তিয়ান, রাহুল বোস ও সাই পল্লবী।

দেওয়ালি উপলক্ষে মুক্তি পাওয়া এই সিনেমা প্রশংসিত হয়েছে এটির টানটান চিত্রনাট্য, অভিনয়, আবহসংগীত আর নির্মাণের গুণে।

মুক্তির পর সমালোচকেরা ভূয়সী প্রশংসা করেছেন ছবিটির। টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ‘মেজর মুকুন্দকে দারুণভাবে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছে এ ছবিটি।

‘আমরণ’ সিনেমার দৃশ্য। আইএমডিবি
‘আমরণ’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

‘আমরণ’ সিনেমায় আবেগকে যেভাবে নির্মাতারা তুলে আনতে পেরেছেন, সেটার প্রশংসা করেছে ইন্ডিয়া টুডে। এ ছাড়া প্রধান দুই চরিত্রে শিবাকার্তিকায়ন ও সাই পল্লবীর ভূয়সী প্রশংসা করেছে সংবাদমাধ্যমগুলো।

কেবল সমালোচকদের প্রশংসাই নয়, বক্স অফিসেও দারুণ ফল করেছে ‘আমরণ’। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মুক্তির প্রথম চার দিনেই ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক পেরিয়েছি এ সিনেমা। তামিল নাড়ু, অন্ধ্র প্রদেশে থেকে সবচেয়ে বেশি আয় হয়েছে।

‘আমরণ’ সিনেমার দৃশ্য। আইএমডিবি
‘আমরণ’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.