ভিডিও কলের সময় ফোনের পর্দা অন্যদের দেখানোর সুযোগ দিতে স্ক্রিন শেয়ারিং সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে হোয়াটসঅ্যাপ। গত মে মাস থেকে নিজেদের অ্যান্ড্রয়েড অ্যাপের বেটা সংস্করণ ব্যবহারকারীদের ওপর এ সুবিধার কার্যকারিতা পরখ শুরু করেছে বার্তা আদান-প্রদানের জনপ্রিয় অ্যাপটি। অ্যান্ড্রয়েডের পাশাপাশি এবার উইন্ডোজ অ্যাপের বেটা সংস্করণ ব্যবহারকারীদেরও এ সুবিধা পরখ করার সুযোগ দিতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের সুবিধা শনাক্ত করার প্ল্যাটফর্ম ডব্লিউএবেটাইনফো এ তথ্য জানিয়েছে।
ডব্লিউএবেটাইনফোর তথ্যমতে, নিজেদের ডেস্কটপ বেটা সংস্করণে (২.২৩২২.১.০) স্ক্রিন শেয়ারিং সুবিধা যুক্ত করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। ফলে বেটা সংস্করণ ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে ভিডিও কল চলার সময় কম্পিউটারের পর্দায় থাকা তথ্য বা ছবি অপর প্রান্তে থাকা ব্যক্তিকে দেখাতে পারবেন। স্ক্রিন শেয়ার চালু করা ব্যক্তি যেকোনো সময় এ সুবিধা বন্ধ রাখতে পারবেন। ফলে ব্যক্তিগত বা অপ্রয়োজনীয় তথ্য অপর প্রান্তে থাকা ব্যক্তি দেখতে পারবেন না।
উল্লেখ্য, স্ক্রিন শেয়ার সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করার সময় কল কন্ট্রোল ভিউতে নতুন আইকন দেখা যাবে। আইকনটিতে ক্লিক করলেই ভিডিও কলের অপর প্রান্তে থাকা ব্যবহারকারী ফোন বা কম্পিউটারের পর্দায় চালু থাকা সব তথ্য বা ছবি দেখতে পারবেন। শুধু তা-ই নয়, এসব তথ্য ধারণও করে রাখা যাবে।
হোয়াটসঅ্যাপের স্ক্রিন শেয়ার সুবিধা শিগগিরই চালু করা হবে। নতুন এ সুবিধা কম্পিউটার ব্যবহারকারীদের জন্য চালু হলে দূর থেকেই সহকর্মীদের সঙ্গে যৌথভাবে কাজ করার সুযোগ পাওয়া যাবে। ফলে প্রাতিষ্ঠানিক বিভিন্ন কাজ দ্রুত করা সম্ভব হবে।