এই হিন্দি ছবিটি নিয়ে জাপানি দর্শকের আগ্রহের কারণ কী

0
96
‘বাওয়াল’–এর দৃশ্য, টুইটার

আগামী ২১ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে নিতেশ তিওয়ারির ‘বাওয়াল’। ‘দঙ্গল’, ‘ছিছোড়’–নির্মাতার নতুন ছবিটি নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। এবার ভারতীয় গণমাধ্যম পিংকভিলার প্রতিবেদন থেকে জানা গেল হিন্দি ছবিটি নিয়ে জাপানের দর্শকের আগ্রহের কথা।

হিন্দি সিনেমা দক্ষিণ-পূর্ব এশিয়ায় বেশ জনপ্রিয়। আমির খানের ছবি হলে তো কথাই নেই। আমির খান অভিনীত নিতেশ তিওয়ারির ‘দঙ্গল’ চীনে দুর্দান্ত ব্যবসা করেছে। তবে ‘বাওয়াল’ নিয়ে জাপানের মানুষের আগ্রহের কারণ আলাদা।

পিংকভিলার প্রতিবেদন অনুসারে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্লট থাকার কারণেই ‘বাওয়াল’ নিয়ে কৌতূহলী হয়ে উঠেছেন দেশটির দর্শকেরা।

‘বাওয়াল’–এর প্রিমিয়ারে বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর, এএনআই

এ প্রসঙ্গে ছবিটির প্রযোজক সাজিদ নাদিদওয়ালা পিংকভিলাকে বলেন, ‘জাপানের দর্শকের কাছ থেকে আমরা অনেক অনুরোধ পাচ্ছি ছবিটি সে দেশের ভাষায় ডাব করে মুক্তি দিতে। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের যোগ থাকার কারণেই ছবিটি নিয়ে আগ্রহী তাঁরা। কারণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ জাপানের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়।’

জাপানের দর্শকের অনুরোধে সাড়া দিয়ে দেশটিতে স্থানীয় ভাষায় ছবিটি মুক্তি দেওয়া হবে কি না, তা অবশ্য জানাননি প্রযোজক।

‘বাওয়াল’–এর প্রিমিয়ারে  জাহ্নবী কাপুর
‘বাওয়াল’–এর প্রিমিয়ারে জাহ্নবী কাপুর, এএনআই

আগামী শুক্রবার ওটিটির মধ্যমে ২০০টি দেশে মুক্তি পাচ্ছে ‘বাওয়াল’। ছবিটির দুই প্রধান চরিত্রে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর।

এদিকে গতকাল মঙ্গলবার মুম্বাইয়ে ছিল ছবিটির বিশেষ প্রদর্শনী। যেখানে হাজির হয়েছিলেন বলিউডের প্রথম সারির তারকারা। সবাই ছবিটি দেখার পর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। কিছুদিন আগে মুক্তি পাওয়া ছবিটির ট্রেলারও বেশ পছন্দ করেছেন ভক্তরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.