দীর্ঘ আট মাস পরে টেস্টের আঙিনায় ফিরে এসেই আগুন ঝরালেন। ক্যারিয়ারের সেরা বোলিং করে দক্ষিণ আফ্রিকাকে একাই গুঁড়িয়ে দেন ম্যাট হেনরি। ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার কোনও ব্যাটসম্যানই মাথা তুলে দাঁড়াতে পারেননি হেনরির তাণ্ডবে ৯৫ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ২৩ টেস্টে এটি তাদের সবচেয়ে কম রান। ২৩ রান খরচায় ৭ উইকেট নেন নিউজিল্যান্ডের ডানহাতি পেসার।
হ্যাগলি ওভালে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে শুরুতে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে ১৯৩২ সালের পর এবারই প্রথম একশর নিচে গুটিয়ে গেলো দক্ষিণ আফ্রিকা। ৯০ বছর পর এমন লজ্জায় পড়া দলটি নিউজিল্যান্ডের বিপক্ষে দেখলো তাদের সর্বনিম্ন টেস্ট ইনিংস।
দলের হয়ে সব থেকে বেশি ২৫ রান সংগ্রহ করেন জুবাইর হামজা। ১৮ রান করেন কাইল ভেরেইন। মার্করাম ১৫, সারেল এরউই ১০, ডিন এলগার ১, ভ্যান ডার দাসেন ৮ ও তেম্বা বাভুমা ৭ রান করে আউট হন।
হেনরি ১৫ ওভার বল করে ৭টি মেডেন-সহ মাত্র ২৩ রানের বিনিময়ে ৭টি উইকেট দখল করেন। টেস্ট ক্যারিয়ারে এই প্রথম ইনিংসে ৫ উইকেট দখল করেন তিনি। এছাড়া টিম সাউদি, কাইল জেমিসন ও নেইল ওয়াগনার ১টি করে উইকেট নেন।