ভারতের উত্তপ্ত মণিপুরে ‘দেখামাত্র গুলির’ নির্দেশ

0
121
মণিপুরে দেখামাত্র গুলি

ভারতের মণিপুর রাজ্যে আদিবাসীদের বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। সেনাবাহিনী ও সীমান্তরক্ষী বাহিনী ‘আসাম রাইফেল’ আন্দোলন দমনে হিমশিম খাচ্ছে। রাজ্য সরকার এবার দেখামাত্র গুলি করার নির্দেশনা জারি করেছে। খবর: হিন্দুস্তান টাইমস’র।

মণিপুর রাজ্যজুড়ে আদিবাসীদের আন্দোলন চলছে। গতকাল বুধবার অন ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন মনিপুরের ডাকে বড়সড় জমায়েত হয়। এরপর আজ বৃহস্পতিবার সতর্কতার সব উপায় ব্যর্থ হলে চরমতম পরিস্থিতিতে দেখামাত্র গুলির নির্দেশনা জারি করে মণিপুর রাজ্য কর্তৃপক্ষ।

মণিপুরের একটি বড় অংশের মানুষ মেইতি জাতিভুক্ত। কিন্তু পাহাড়ি ওই এলাকায় অনেক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। সেই কারণে নিজেদেরকে ‘শিডিউলড ট্রাইবস’ করার দাবি জানিয়েছেন মেইতিরা। এ নিয়ে আদালতের দ্বারস্থও হয় তারা। মণিপুরের হাইকোর্ট তাদের এসটি তালিকাভুক্ত করার বিষয়টি চিন্তাভাবনা করার নির্দেশ দিয়েছে সেখানের রাজ্য সরকারকে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.