হাসপাতালে সাবিলা, কী হয়েছে অভিনেত্রীর?

0
173
সাবিলা নূর। ফেসবুক থেকে

রাজধানীর একটি হাসপাতালে ভর্তি অভিনেত্রী সাবিলা নূর। বৃহস্পতিবার দুপুরে সাবিলা তাঁর নিজের ফেসবুক আইডিতে হাতে ক্যানুলা লাগানো হাসপাতালের একটি ছবি প্রকাশ করেছেন। ভালোবাসার ইমোজি দিয়ে স্ট্যাটাসে লিখেছেন, ‘আমাকে কিছুক্ষণ তোমাদের হৃদয়ে রাখো।’ শেষে হ্যাশট্যাগে ‘ডেঙ্গু’ লিখেছেন।

অভিনেত্রীর অবস্থা জানতে যোগাযোগ করা হয় সাবিলার স্বামী নেহাল তাহেরের সঙ্গে।

তিনি তখন হাসপাতালে সাবিলার পাশেই ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নেহাল জানান, পাঁচ দিন ধরে জ্বর সাবিলার। ৯ সেপ্টেম্বর বিকেলে জ্বর আসে। রাতেই ১০৩ থেকে ১০৪ ডিগ্রির মধ্যে ছিল জ্বর।

নেহাল বলেন, ‘প্রথমে আমরা ভেবেছিলাম, জ্বরের সাধারণ ওষুধ খাওয়ালে ঠিক হয়ে যাবে। ওভাবেই চিকিৎসা দেওয়া হচ্ছিল তার।

সাবিলা নূর। ফেসবুক থেকে
সাবিলা নূর। ফেসবুক থেকে

কিন্তু টানা তিন দিন পুরোপুরি জ্বর যাচ্ছিল না। জ্বর ওঠা–নামার মধ্যেই ছিল। গত পরশু আমরা ওকে হাসপাতালে ভর্তি করিয়েছি। রক্ত পরীক্ষার পর ডেঙ্গু নেগেটিভ। কিন্তু রক্তের অন্যান্য পরীক্ষায় ডেঙ্গুর লক্ষণ আছে। প্রথমে তো প্লাটিলেট ১ লাখ ২০ হাজারে নেমে এসেছিল। প্রেসারও কমে গিয়েছিল। পুরো শরীরে প্রচণ্ড ব্যথা ছিল, এখনো কিছুটা আছে।’

নেহাল আরও বলেন, ‘এখন জ্বর কমেছে। আগের চেয়ে এখন একটু ভালো। তবে রক্তের অন্যান্য পরীক্ষায় ডেঙ্গুর যে লক্ষণ আছে, এ জন্য তাকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। আজ রাতে একজন বিশেষজ্ঞ চিকিৎসক হাসপাতালে আসবেন। তিনি পরীক্ষার-নিরীক্ষার সব কাগজপত্র দেখবেন। সাবিলার শারীরিক অবস্থাও দেখবেন।’
নেহাল আরও জানিয়েছেন, ওই বিশেষজ্ঞ চিকিৎসক দেখার পর যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আগামীকাল হাসপাতাল ছাড়তে পারবেন তাঁরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.