হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা বেড়েছে

0
611
ডেঙ্গু রোগী ।

এডিস মশাবাহী ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা আবার ঊর্ধ্বমুখী হয়েছে।

বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন ১ হাজার ৮৮০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আগের ২৪ ঘণ্টায় এ সংখ্যা ছিল ১ হাজার ২০০ জন। খবর ইউএনবির

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন অনুযায়ী, নতুন রোগীদের মধ্যে ঢাকায় ৭৫৫ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ১২৫ জন ভর্তি হয়েছেন।

পরিসংখ্যান অনুযায়ী, নতুন ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ৭ আগস্ট ২ হাজার ৪২৮ জন, ৮ আগস্ট ২ হাজার ৩২৬ জন, ৯ আগস্ট ২ হাজার ২ জন, ১০ আগস্ট ২ হাজার ১৭৬ জন, ১১ আগস্ট ২ হাজার ৩৩৪ জন, ১২ আগস্ট ২ হাজার ৯৩ জন ও ১৩ আগস্ট ১ হাজার ২০০ জন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে সারা দেশের হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগী ৭ হাজার ৮৬৯ জন। যার মধ্যে ঢাকায় আছেন ৪ হাজার ১৪৩ জন এবং অন্যান্য বিভাগে ৩ হাজার ৭২৬ জন।

গত পহেলা জানুয়ারি থেকে এ পর্যন্ত হাসপাতালগুলো ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৪৬ হাজার ৩৫১ জন। তাদের মধ্যে ৩৮ হাজার ৪৪২ জন চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে চলে গেছেন।

সরকারি হিসেবে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪০ জন। তবে বেসরকারি অনুমান বলছে মৃতের সংখ্যা আরও অনেক বেশি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.