হাছান মাহমুদের ভাইয়ের কব্জা থেকে বনের ৫৫ একর জমি উদ্ধার

0
43
অবৈধভাবে দখলে থাকা বনবিভাগের ৫৫ একর জমি উদ্ধার
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের ছোট ভাই এরশাদ মাহমুদের কাছে অবৈধভাবে দখলে থাকা বনবিভাগের ৫৫ একর জমি উদ্ধার হয়েছে। এসব জায়গায় রেস্টুরেন্ট ছাড়াও গড়ে তোলা হয়েছিল গোয়াল ঘর ও পুকুর। উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামে দীর্ঘ ১৬ বছর দখলে থাকা জায়গাগুলো পুনরুদ্ধারে সোমবার ছয় ঘণ্টার অভিযান চালায় বনবিভাগ।
 
বনবিভাগের খুরুশিয়া রেঞ্জ কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, খুরুশিয়া রেঞ্জের আওতাধীন সুখবিলাস গ্রামের পাহাড়ি এলাকার ৫০ একর বনভূমি অবৈধভাবে দখলে নিয়ে সেখানে ৬টি গয়ালঘরসহ পাহাড়ে তিনটি পুকুর খনন করে মাছ চাষ করছিলেন এরশাদ মাহমুদ। এ ছাড়া বান্দরবান সড়কের পাশে দশমাইল এলাকায় বনবিভাগের মালিকানাধীন আরও পাঁচ একর জায়গা দখলে নিয়ে সেখানে রেস্টুরেন্টসহ পুকুর খনন করে পার্ক বানানো হয়েছিল। নাম দেওয়া হয়েছিল মুক্তিযোদ্ধা পার্ক।
 
দীর্ঘদিন প্রভাব বিস্তার করে দখলে রাখা ৫৫ একর বনবিভাগের মালিকানাধীন জায়গার অবৈধ স্থাপনা চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের সার্বিক দিকনির্দেশনায় এবং সহকারী বনসংরক্ষক মারুফ হোসেনের নেতৃত্বে উচ্ছেদ করা হয়েছে। এতে অংশ নেন খুরুশিয়া, রাঙ্গুনিয়া ও শহর রেঞ্জ চট্টগ্রামের কর্মীরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.