হাইব্রিড মডেলেই এশিয়া কাপ, সূচি ঘোষণা শুক্রবার

0
150
এশিয়া কাপের শিরোপা।

এশিয়া কাপ ক্রিকেটের হাইব্রিড মডেল নিয়ে সবুজ সংকেত দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)  নতুন চেয়ারম্যান জাকা আশরাফ। এবারের ‘সবুজ সংকেত’ বদলে লাল হয়ে যাওয়ার সম্ভবনা কম।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি জয় শাহ’র সঙ্গে গুরুত্বপূর্ণ এক বৈঠক সম্পন্ন করেছেন জাকা আশরাফ। তাদের আলোচনা সফল হয়েছে। সম্ভাব্য সব বক্সে টিক দিয়েছে আলোচনা। আগামী শুক্রবার তাই এশিয়া কাপের চূড়ান্ত সূচি ঘোষণা হতে পারে।

বিষয়টি নিয়ে জয় শাহ বলেছেন, ‘আমাদের এশিয়া কাপ নিয়ে কথা হয়েছে এবং এশিয়া কাপের হাইব্রিড মডল অনুমোদন করা হয়েছে।’

বিসিসিআই সেক্রেটারি ও এসিসির সভাপতি জয় শাহ ও পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফের বৈঠক ।

এর আগে পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজনের বিষয়ে সম্মত হন। কিন্তু জাকা আশরাফ চেয়ারম্যানের চেয়ারে বসে ওই মডেল নিয়ে আপত্তি তোলেন। এশিয়া কাপের পুরোটা পাকিস্তানে হওয়া উচিত বলে মন্তব্য করেন।

এরপর আবার এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। জয় শাহ’র সঙ্গে মিটিং শেষে পিসিবির জাকা আশরাফ বলেছেন, ‘এটা দারুণ এক শুরু। সামনে এমন আরও বৈঠক হবে। আমরা আরও বৈঠকের মাধ্যমে সম্পন্ন উন্নয়নের বিষয়ে সম্মত হয়েছি।’

এশিয়া কাপের জন্য আগামী ৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত স্লট রাখা হয়েছে। শুরুতে পাকিস্তানে বসবে আসরের চারটি ম্যাচ। ওই চার ম্যাচ বিসিসিআই-এর জয় শাহকে মাঠে বসে দেখার আমন্ত্রণ জানিয়েছেন জাকা আশরাফ। তবে জয় শাহ পাকিস্তান সফরের আমন্ত্রণে সাড়া দেননি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.