হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু? অভিনেত্রী হুমায়রাকে নিয়ে ল্যাব রিপোর্ট কী বলছে

0
34
মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগর। ছবি: ইনস্টাগ্রাম

৮ জুলাই করাচির অ্যাপার্টমেন্ট থেকে হুমায়রার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তদন্ত কর্মকর্তাদের ধারণা, অন্তত আট থেকে দশ মাস আগে হুমায়রার মৃত্যু হয়েছে। কীভাবে মারা গেলেন এই তারকা?

আত্মহত্যা, হত্যা, নাকি স্বাভাবিক মৃত্যু—পাকিস্তানি মডেল ও অভিনেত্রী হুমায়রা আসগরের অর্ধগলিত মরদেহ উদ্ধারের পর থেকে ধোঁয়াশা তৈরি হয়েছে।

৮ জুলাই করাচির অ্যাপার্টমেন্ট থেকে হুমায়রার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তদন্ত কর্মকর্তাদের ধারণা, অন্তত আট থেকে দশ মাস আগে হুমায়রার মৃত্যু হয়েছে।

মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগর। ছবি: ইনস্টাগ্রাম

কীভাবে মারা গেলেন এই তারকা? বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে করাচি বিশ্ববিদ্যালয়ের একটি ল্যাব রিপোর্ট প্রকাশ্যে এসেছে। হুমায়রার দেহের নমুনা পরীক্ষায় জানা গেছে, তাঁর শরীরে কোনো চেতনানাশক কিংবা মাদক কিংবা বিষাক্ত কোনো উপাদানের অস্তিত্ব মেলেনি। গত শুক্রবার প্রকাশিত ল্যাব রিপোর্টে বলা হয়, হুমায়রার মৃত্যু স্বাভাবিক হওয়ার সম্ভাবনা বেশি। খবর ডনের

এর আগে বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে পুলিশ। প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত পাওয়া প্রমাণ অনুযায়ী, অভিনেত্রীর মৃত্যু স্বাভাবিক কিংবা দুর্ঘটনাজনিত কারণে হতে পারে।
করাচি বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্সেসের প্রতিবেদনে বলা হয়, ‘চেতনানাশক, মানসিক ওষুধ, মাদকদ্রব্য বা বিষাক্ত উপাদানের কোনো চিহ্ন পাওয়া যায়নি।’

মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগর। ছবি: ইনস্টাগ্রাম
মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগর। ছবি: ইনস্টাগ্রাম

করাচি দক্ষিণের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) সৈয়দ আসাদ রেজাও ল্যাব রিপোর্ট হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর বেলা ১টার দিকে হুমায়রাকে ক্লিফটনে যেতে দেখা যায়। ঘণ্টাখানেক পর তিনি বাসায় ফেরেন। এরপর আর তাঁকে কেউ দেখতে পাননি।

তদন্তের জন্য হুমায়রার মুঠোফোনটি পুলিশের কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টে (সিটিডি) পাঠানো হয়েছে। হুমায়রা চরম আর্থিক সংকটে ভুগছিলেন এবং মৃত্যুর আগে তিনি অন্তত দশজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন, যাঁদের মধ্যে তাঁর ভাইও ছিলেন। গত ৭ অক্টোবর শেষবারের মতো তাঁর মুঠোফোন থেকে মেসেজ পাঠানো হয়েছিল।

মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগর। ছবি: ইনস্টাগ্রাম
মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগর। ছবি: ইনস্টাগ্রাম

লাহোরের মেয়ে হুমায়রা ২০১৫ সালে মিডিয়ায় পথচলা শুরু করেন। ছোট পর্দায় ‘জাস্ট ম্যারেড’, ‘এহসান ফারামোশ’, ‘গুরু’ ও ‘চল দিল মেরে’র মতো সিরিয়ালে অভিনয় করেছেন। বড় পর্দায় কাজ করেছেন ‘জালিবি’ ও ‘লাভ ভ্যাকসিন’ (২০২১) চলচ্চিত্রে।

২০২২ সালে এআরওয়াই ডিজিটালের রিয়েলিটি শো ‘তমাশা ঘর’–এ অংশ নিয়ে আলোচনায় আসেন। ২০২৩ সালে ‘ন্যাশনাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ডস’–এ সেরা সম্ভাবনাময় অভিনেত্রীর পুরস্কার পান।
তথ্যসূত্র: ডন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.