অ্যালকোহল পানে রুয়েট শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪

0
112
কুষ্টিয়া জেনারেল হাসপাতাল

কুষ্টিয়ার বিভিন্ন জায়গায় বিষাক্ত অ্যালকোহল পান করে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার বলেন, রোববার রাতে জেলার বিভিন্ন এলাকায় বিষাক্ত তরল পদার্থ পান করে আশঙ্কাজনক অবস্থায় একে একে আটজন হাসপাতালে আসেন। তাদের মধ্যে তিনজন মারা গেছে। কয়েকজন চিকিৎসাধীন রয়েছে।

যারা মারা গেছেন তারা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে শাহিন (৪৭), মিরপুর উপজেলার মশান বারুই পাড়া গ্রামের মৃত হনিফের ছেলে রতন (২১) ও ভেড়ামারা উপজেলার রকিবুল আলমের ছেলে সিফাত উল্লাহ (২৭)। সিফাত উল্লাহ রাজশাহী প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ছাত্র।

এছাড়া চারজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তারা হলেন কুষ্টিয়া সদর উপজেলার গ্রামের কামিরুলের ছেলে প্রেমা (২৪), কুষ্টিয়া কোর্ট পাড়ার আফজাল হোসেনের চেলে ফাহিম (১৪), কুষ্টিয়া মিরপুর উপজেলার মশান বারুইপাড়া গ্রামের খলিলের ছেলে সবুজ (২৪) ও কুষ্টিয়া মিরপুর উপজেলার মশান বারুইপাড়া গ্রামের ইদ্রিসের ছেলে শাহিনুর (২১)।

কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাদাৎ হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.