স্বাস্থ্যসেবা ও ত্রাণ কার্যক্রম নিয়ে যা জানালো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

0
46
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক উপকমিটি জানিয়েছে, ত্রাণ কার্যক্রমে বিপুল পরিমাণ ওষুধ জমা হয়েছে। কেবলমাত্র ফিল্ড হাসপাতালের চিকিৎসকের পরামর্শে ওষুধ দেয়া হচ্ছে। মঙ্গলবার (২৭ আগস্ট) টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় তারা।

ব্রিফিং এ জানানো হয়, একটি কুচক্রী মহল দেশকে অস্থিতিশীল করতে কয়েকটি পক্ষকে একযোগে আন্দোলনে নামাচ্ছে। ওষুধ শিল্পের উৎপাদন ও সরবরাহের কর্মীরাও নানা দাবিতে কর্মবিরতির ভয় দেখাচ্ছে। দেশের এই দুর্যোগের সময় ওষুধ উৎপাদন ও সরবরাহ বন্ধ হলে দেশের মানুষের সমূহ বিপদ হবে বলে জানান তারা।

এসময় আনসার সদস্যরা না থাকায় সব সরকারি হাসপাতাল অরক্ষিত উল্লেখ করে ঢাকা মেডিকেলসহ সব হাসপাতালে স্বাস্থ্য পুলিশের ব্যবস্থার দাবি জানানো হয়।

ডাক্তারদের মধ্যেও বিশৃঙ্খলার শঙ্কা উল্লেখ করে, তাদের দাবি নিয়ে কাজ করার আশ্বাস দেয়া হয় ব্রিফিংয়ে। দেশের এই ক্রান্তিলগ্নে স্বাস্থ্যসেবায় যাতে কোন বিঘ্ন না ঘটে তা নিশ্চিত করার অনুরোধ জানানো হয় চিকিৎসকদের।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.