স্বামী হারালেন মুনমুন সেন

0
9
ভারত দেববর্মা ও মুনমুন সেন

ভারতীয় অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ মুনমুন সেনের স্বামী ভারত দেববর্মা মারা গেছেন। মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার আগেই মারা যান তিনি। ভারত দেববর্মার মৃত্যুর খবর নিশ্চিত করেন তার মেয়ে রাইমা সেন। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে ভারত দেববর্মা মৃত্যুবরণ করেন।

অভিনেত্রী রাইমা সেন ও রিয়া সেনের বাবা ভারত দেববর্মা।

ত্রিপুরার রাজ পরিবারের সন্তান ভারত দেববর্মা। ১৯৭৮ সালে মুনমুন সেনের সঙ্গে তার বিয়ে হয়। এক বছরের মাথাতেই রাইমা সেনের জন্ম হয়। তার বছর দুই পরে মুনমুন-ভারতের জীবনে আসে রিয়া। বিয়ে ও দুই সন্তানের জন্মের পর মুনমুন নিজের অভিনয় সফর শুরু করেন। আটের দশকের হার্টথ্রব হয়ে ওঠেন তিনি। হিন্দির পাশাপাশি বাংলা সিনেমাতেও চুটিয়ে অভিনয় করেন সুচিত্রাকন্যা।

বাবা ভারত দেববর্মা ও মা মুনমুন সেনের সঙ্গে মেয়ে রাইমা সেন ও রিয়া সেন। ছবি: সংগৃহীত

২০১৪ সালে মুনমুন সেনের রাজনৈতিক কেরিয়ারের সূত্রপাত। তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ে লোকসভা ভোটে জেতেন তারকা। সামলান বাঁকুড়ার সাংসদপদ। অভিনয় হোক বা রাজনৈতিক কেরিয়ার, বরাবর স্ত্রীর পাশে থেকেছেন ভরত দেববর্মা। রিয়া-রাইমার কাছে তিনি ‘বেস্ট ড্যাড’।

গত ২৮ সেপ্টেম্বর ছিল ভারত দেববর্মার জন্মদিন। সেদিন বাবার একাধিক ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করে রাইমা সেন লিখেছিলেন, ‘শুভ জন্মদিন বাবা, তুমি আমাদের সমস্ত স্বপ্ন সত্যি করে তুলেছো। এখনও এত ফুরফুরে মনের মানুষ ও ভালোবাসায় পূর্ণ বাবা হয়ে থাকার জন্য থ্যাংক ইউ ড্যাড। তোমার এই রসিকতা ও হাসি অটুট থাকুক এই প্রার্থনা রইল।’
এর পরই বাবাকে ভালোবাসা জানিয়ে হ্যাশট্যাগ দিয়ে অভিনেত্রী লেখেন, ‘বেস্ট ড্যাড এভার।’ বাবাকে ‘অরিজিনাল রকস্টার’-এর খেতাবও দিয়েছিলেন রাইমা। ‘ফাদার্স ডে’তেও বাবার একাধিক ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন রাইমা। সূত্র: সংবাদ প্রতিদিন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.