স্বামীর চিকিৎসা করাতে যাওয়ার পথে প্রাণ গেল স্ত্রীসহ তিনজনের

0
199
অ্যাম্বুলেন্স থেকে হতাহতদের উদ্ধার করছে ফায়ার সার্ভিস কর্মীরা

স্বামীর চিকিৎসা করাতে ঢাকায় আসার পথে সিরাজগঞ্জের রায়গঞ্জে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে স্ত্রীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সচালক গুরুতর আহত হয়েছেন।

আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে সিরাজগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কের সলঙ্গা থানার রয়হাটি জোড়া ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে ওসি এস. এম.বদরুল আলম ও সলঙ্গা থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তারা জানান, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার লক্ষীরহাট গ্রামের বাসিন্দা মোস্তাফিজুর রহমানের চিকিৎসা করাতে রাজধানী ঢাকায় যাচ্ছিলেন তার স্বজনরা। পথিমধ্যে ঢাকা-রংপুর মহাসড়কের সলঙ্গা থানার রয়হাটি জোড়া ব্রীজ এলাকায় পৌঁছালে ঢাকা থেকে বগুড়াগামী যাত্রীবাহী রিনি পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১২-১৩০৬) একটি বাসের সঙ্গে তাদের বহনকারী অ্যাম্বুলেন্সের (ঢাকা মেট্রো-অ-০০-০৩৮৯) মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর ঢাকা-রংপুর মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়

এ ঘটনায় অ্যাম্বুলেন্সের তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া অ্যাম্বুলেন্সচালক গুরুতর আহত হন।

নিহতরা হলেন- মেস্তাফিজুর রহমানের স্ত্রী রানু আকতার (৬০), দেবর মতিউর রহমান (৪০) ও তার ফুফাতো ভাই আব্দুল বাতেন (৪০)। আহত অ্যাম্বুলেন্সচালক লাল মিয়া রংপুরের তারাগঞ্জ উপজেলার বাসিন্দা।

এ ঘটনার পর অ্যাম্বুলেন্সচালক লাল মিয়াকে গুরুতর আহত অবস্থায় সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া মোস্তাফিজও আহত অবস্থায় একই হাসপাতালে ভর্তি রয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.