গুহা থেকে উদ্ধার হওয়া সেই থাই ফুটবলার মারা গেছে

0
150
কিশোর থাই ফুটবলার ডুয়াংপেচ প্রমথেপের ২০১৭ সালের ছবি। বিবিসি থেকে নেওয়া।

২০১৮ সালে থাইল্যান্ডের একটি গুহা থেকে উদ্ধার হওয়া ১২ জনের মধ্যে থাকা কিশোর ফুটবলার ডুয়াংপেচ প্রমথেপ যুক্তরাজ্যে মারা গেছে। তার মৃত্যুর কারণ জানা যায়নি। তবে তার মাথায় আঘাত লেগেছে বলে জানা গেছে। খবর- বিবিসির।

সে থাই বালক ফুটবল দলের অধিনায়ক ছিল। ওই দলটি ২০১৮ সালের ২৩ জুন চিয়াং রাই প্রদেশে তাদের কোচের সঙ্গে দুই সপ্তাহ গুহায় আটকা পড়েছিল। বন্যার পানিতে আটকা পড়ার ওই ঘটনা আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে উঠে এসেছিল। ওই উদ্ধার অভিযানের গল্প নিয়ে গত বছর নেটফ্লিক্সে ছয়-পর্বের মিনিসিরিজ রিলিজ হয়।

সে সময় প্রমথেপের বয়স ছিল ১৩ বছর। তার সতীর্থদের বয়স ছিল ১১ থেকে ১৬ বছরের মধ্যে। প্রায় ১০০ থাই ও বিদেশি ডুবুরি দুই সপ্তাহের চেষ্টায় তাদের উদ্ধার করেছিল।

প্রমথেপ গত বছরের শেষের দিকে লিসেস্টারশায়ারের ব্রুক হাউস কলেজ ফুটবল একাডেমিতে ভর্তি হয়। থাইল্যান্ডের অলাভজনক জিকো ফাউন্ডেশনের মাধ্যমে সে ইংল্যান্ডে পড়ার জন্য বৃত্তি পেয়েছিল। ফাউন্ডেশনটি তার মৃত্যুতে ফেসবুকে শোক প্রকাশ করেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.