স্বাধীনতা দিবসে মোদির চমক

0
668
স্বাধীনতা দিবসের বক্তৃতায় নরেন্দ্র মোদি। বিবিসি

ভারতের স্বাধীনতা দিবসের সকালেই বড় চমক দিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানালেন, একটি নতুন সামরিক পদ তৈরি করতে চলেছে তার সরকার।

বৃহস্পতিবার লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের বক্তৃতায় মোদি জানান, ‘চিফ অফ ডিফেন্স স্টা ফ’ নামে একটি নতুন সামরিক পদ তৈরি করতে চলেছে সরকার। এই পদে বহাল ব্যক্তি তিনটি সামরিক বিভাগেরই প্রধান হিসেবে গণ্য হবেন।

এই পদটি তৈরির জন্য বহুদিন ধরেই সরকারকে পরামর্শ দিচ্ছিলেন সেনাকর্তারা। সেই পরামর্শ মেনেই এবার তিনটি বিভাগের সমন্বয় সাধনের জন্য এই বিশেষ পদটি তৈরি করেছে সরকার। খবর আনন্দবাজার পত্রিকার।

এ বিষয়ে প্রধানমন্ত্রী বৃহস্পতিবার লালকেল্লা থেকে বলেন, ‘আমাদের সেনাবাহিনী দেশের গর্ব। সেনাবাহিনীর প্রতিটি শাখার সমন্বয় আরও জোরালো করতে আমি একটি বড় ঘোষণা করতে চাই আজ। ভারতে একজন সিডিএস বা চিফ অফ ডিফেন্স স্টাফ থাকবেন। আমাদের সেনাবাহিনী আরও কার্যকরী হবে এই সিদ্ধান্তের ফলে।

চিফ অফ ডিফেন্স স্টাফ হলেন, সরকারের সঙ্গে স্থলবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান সংযোগরক্ষাকারী অফিসার। তিনটি বিভাগের ক্ষেত্রেই সিদ্ধান্ত প্রণয়নের ক্ষমতা দেওয়া হবে তাকে। এর ফলে তিনটি বিভাগের ঐক্য আরও জোরালো হবে বলে দাবি মোদি সরকারের।

১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের পরেই এই পদটির গুরুত্ব অনুভূত হয়। সেই সময় দেশের নিরাপত্তার ফাঁকফোঁকড় খুঁজতে গঠিত একটি উচ্চ পর্যায়ের কমিটি জানায়, একজন ‘সিঙ্গল পয়েন্ট’ অফিসার প্রয়োজন, যিনি প্রতিটি সামরিক বিভাগ পরিচলনারই ভার নেবেন।

চিফ অফ স্টাফ কমিটি সামরিক বাহিনীর তিনটি বিভাগের শীর্ষকর্তাদের নিয়ে তৈরি।

তবে নতুন এই পদে কে আসবেন, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.