স্ত্রীসহ প্রধান বিচারপতি করোনা আক্রান্ত, হাসপাতালে ভর্তি

0
100
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী স্ত্রীসহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তিনি ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, কয়েক দিন আগে প্রধান বিচারপতির স্ত্রী ডালিয়া ফিরোজ করোনা ভাইরাসে আক্রান্ত হন। মঙ্গলবার তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন।

বিএসএমএমইউ উপাচার্য বলেন, নমুনা পরীক্ষা করার পর প্রধান বিচারপতির করোনা ভাইরাস শনাক্ত হয়। তিনি ও তার স্ত্রী হাসপাতালে ভর্তি আছেন। সুস্থ আছেন।

সুপ্রিমকোর্ট প্রশাসন সূত্রে জানা যায়, প্রথমে প্রধান বিচারপতির স্ত্রী করোনা আক্রান্ত হন। তাপর প্রধান বিচারপতিও এতে আক্রান্ত হয়ে পড়েন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রধান বিচারপতির সহধর্মিনী ডালিয়া ফিরোজ গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি হন। এরপর গতকাল রাতে প্রধান বিচারপতিও হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি এখন ভিআইপি ডিলাক্স কেবিন ৬১২ তে আছেন।

গত ৩০ ডিসেম্বর দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান হাসান ফয়েজ সিদ্দিকী। অসুস্থতাজনিত কারণে প্রধান বিচারপতির অনুপস্থিতিতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বে পাঁচ বিচারপতি আপিল বেঞ্চ পরিচালনা করছেন।

প্রধান বিচারপতি ছাড়াও হাইকোর্ট বিভাগের ১৩ বিচারপতি করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসকে মোরশেদও করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.