স্কুলে ঢুকে প্রধান শিক্ষককে পেটালেন কাউন্সিলর, বিক্ষোভ

0
139
প্রধান শিক্ষককে মারধরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

কুষ্টিয়া শহরের লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামকে পেটানোর অভিযোগ উঠেছে কুষ্টিয়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসাদুর রহমান আশার বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ১০টার দিকে বিদ্যালয়ের অফিস কক্ষে এ ঘটনা ঘটে।

পরে কাউন্সিলর আশাসহ তার সহযোগীদের দ্রুত গ্রেফতারের দাবিতে কুষ্টিয়া-রাজবাড়ী সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী।

প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, বিদ্যালয়ের আঙিনার মধ্যে কাউন্সিলর আশা ঠিকাদারি কাজে ব্যবহারের জন্য ইট, বালু, খোয়া রেখে দীর্ঘ দিন ধরে নোংরা করে রেখেছে। বিদ্যালয় থেকে ক্লাস চলাকালীন জোরপূর্বক কাউন্সিলর আশা রাস্তার কাজের জন্য পাইপে করে পানি নেওয়া, বিদ্যালয়ের বিদ্যুৎ ব্যবহার করছিল।

তিনি এর প্রতিবাদ জানালে কাউন্সিলরসহ কয়েকজন বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে তাকে বেধড়ক মারপিট করেন। এছাড়া তারা ওই কক্ষের আসবাবপত্র ভাঙচুর করেন। পরে শিক্ষার্থীরা তার গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল করার পর প্রশাসন অপরাধীদের গ্রেফতারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

অভিযুক্ত পৌর কাউন্সিলর আসাদুর রহমান আশার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.