ইসরায়েল-গাজার যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে ভোট চেয়েছে রাশিয়া। আগামী সোমবার ইসরায়েল-হামাস সংঘর্ষ বন্ধের খসড়া প্রস্তাবে ভোট হবে বলে আশা করছে দেশটি। খবর আল-জাজিরার
রাশিয়ার ডেপুটি ইউএন অ্যাম্বাসেডর দিমিত্রি পলিয়ানস্কি শনিবার বলেন, ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদকে যে প্রস্তাব দিয়েছি তার কোনও পরিবর্তন হয়নি। আমি আশা করছি, আগামী সোমবার স্থানীয় সময় বিকেল ৩টায় ভোট হবে।
এক পৃষ্ঠার খসড়া প্রস্তাবে বলা হয়েছে, জিম্মিদের মুক্তি দিতে হবে, মানবিক সহায়তা সরবরাহ করতে হবে এবং প্রয়োজন হলে বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে। সেই সঙ্গে খসড়া প্রস্তাবে বেসামরিক মানুষজনের ওপর সব ধরনের নৃশংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সমালোচনা করা হয়েছে।

















