কী কারণে সহশিল্পীদের এত গুরুত্ব দেন, সে বিষয়ে রাশমিকা বলেন, ‘সহশিল্পীদের আমার জীবনের গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করি, তাই তাঁদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করি। সিনেমায় দিনের পর দিন তাঁদের সঙ্গে শুটিং করেছি; নিজের পরিবারের চেয়েও বেশি সময় তাঁদের সঙ্গে কাটাই। ব্যক্তিগতভাবে তাঁরা আমার কাছে গুরুত্বপূর্ণ, তাঁরা খুব ভালো মানুষ।’
বলিউডের রাশমিকার সহশিল্পী বলতে গেলে রণবীর কাপুর ও সিদ্ধার্থ মালহোত্রার নাম আসে। ‘অ্যানিমাল’ সিনেমায় রণবীরের সঙ্গে কাজ করেছেন তিনি। রণবীরকে নিয়ে রাশমিকা বলেন, ‘রণবীর সেরা, তিনি খুবই ভালো একজন মানুষ। আমি তার সঙ্গে কাজ করাটা উপভোগ করেছি। সন্দীপ স্যার (নির্মাতা সন্দীপ রেড্ডি বঙ্গা) আমাদের বলেছেন, আমরা সবাই মিলে ভিন্ন কিছু নিয়ে আসব। বিষয়টি নিয়ে ভাবতেও ভালো লাগছে আমার।’
আগামী বছরের ২০ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাবে রাশমিকার আরেক বলিউডি সিনেমা ‘মিশন মজনু’। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা। সিদ্ধার্থকে নিয়ে রাশমিকা বলেন, ‘শুটিংয়ের সময় আমার যত্ন নিয়েছে। তাঁর আরেকটি অভ্যাস আছে, সে মিষ্টি খায় না, কিন্তু আমাকে মিষ্টি খাওয়ায়। আমার ওজন বেড়ে যাচ্ছে। অন্যদিকে সে তার ডায়েটের প্রতি অবিচল। ভাগ্যক্রমে ডায়েটে ফিরতে পেরেছি।’
প্রথম আলোর সঙ্গে এক সাক্ষাৎকারে রাশমিকার প্রসঙ্গে সিদ্ধার্থ বলেন, ‘রাশমিকা দারুণ মিষ্টি মেয়ে। তার সঙ্গে কাজ করে দারুণ মজা হয়েছে।’ ছবির কাহিনি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। পাকিস্তানে অবৈধ পারমাণবিক বোমা বানানোর পরিকল্পনা ও সন্ত্রাসবাদকে ধ্বংস করার এক ভারতীয় মিশন নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে রাশমিকার বিপরীতে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা। এই ছবিতে ভারতীয় সেনার চরিত্রে দেখা যাবে সিদ্ধার্থকে।