সেরা ছবি ‘টুয়েলভথ ফেল’, সেরা অভিনয়শিল্পী রণবীর-আলিয়া

0
137
‘টুয়েলভথ ফেল’

ভারতীয় হিন্দি সিনেমার জগতের সবচেয়ে বড় সম্মাননা ফিল্মফেয়ার। রোববার (২৮ জানুয়ারি) গুজরাটের গান্ধীনগরের গিফট সিটিতে বসেছিল এই পুরস্কারের ৬৯তম আসর। এবার সেরা সিনেমা নির্বাচিত হয়েছে ‘টুয়েলভথ ফেল’। একই সঙ্গে সেরা অভিনেতা-অভিনেত্রীর পুরস্কার জিতেছেন বলিউডের তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট।

গত বছরের শেষ দিকে মুক্তি পাওয়া ‘অ্যানিমেল’ সিনেমার জন্য এ বছর সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন রণবীর কাপুর। অন্যদিকে আলিয়া ভাট পুরস্কার জিতেছেন ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ সিনেমাটির জন্য।

এক নজরে ফিল্মফেয়ার-২০২৪ এর বিজয়ী তালিকা

আজীবন সম্মাননা: ডেভিড ধাওয়ান
সেরা চলচ্চিত্র: টুয়েলভথ ফেল
সেরা চলচ্চিত্র (সমালোচক): জোরাম
সেরা পরিচালক: বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)
সেরা অভিনেতা: রণবীর কাপুর (অ্যানিমেল)
সেরা অভিনেতা (সমালোচক): বিক্রান্ত মাসে (টুয়েলভথ ফেল)
সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (রকি অউর রানি কি প্রেম কাহানি)
সেরা অভিনেত্রী (সমালোচক): রানি মুখোপাধ্যায় (মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে)/শেফালি শাহ (থ্রি অফ আস)
সেরা সহ-অভিনেতা: ভিকি কৌশল (ডাঙ্কি)
সেরা সহ-অভিনেত্রী: শাবানা আজমি (রকি অউর রানি কি প্রেম কাহানি)
সেরা গীতিকার: অমিতাভ ভট্টাচার্য (তুম কেয়া মিলে- রকি অউর রানি কি প্রেম কাহানি)
সেরা মিউজিক অ্যালবাম: অ্যানিমেল (প্রীতম, বিশাল মিশ্র, মনন ভরদ্বাজ, শ্রেয়াস পুরানিক, জানি, ভূপিন্দর বাব্বল, অসীম কেমসন, হর্ষবর্ধন রামেশ্বর, গুরিন্দর সিগাল)
সেরা প্লেব্যাক গায়ক (পুরুষ): ভূপিন্দর বাব্বল (আরজন ভ্যালি-অ্যানিমেল)
সেরা প্লেব্যাক গায়িকা: শিল্পা রাও (বেশরম রং-পাঠান)
উঠতি মিউজিক প্রতিভা (আরডি বর্মন অ্যাওয়ার্ড): শ্রেয়াস পুরানিক (সাতরঙ্গা, অ্যানিমেল)
সেরা গল্প: অমিত রাই (ওএমজি ২)/ দেবাশীষ মাখিজা (জোরাম)
সেরা চিত্রনাট্য: বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)
সেরা সংলাপ: ঈশিতা মৈত্র (রকি অউর রানি কি প্রেম কাহানি)
সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর: হর্ষবর্ধন রামেশ্বর (অ্যানিম্যাল)
সেরা সিনেমাটোগ্রাফি: অবিনাশ অরুণ ধাওয়ারে (থ্রি অফ আস)
সেরা কস্টিউম ডিজাইন: শচীন লাভলেকার, দিব্য গম্ভীর, নিধি গম্ভীর (স্যাম বাহাদুর)
সেরা সম্পাদনা: জাসকুনওয়ার সিং কোহলি- বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)
সেরা ভিএফএক্স: রেড চিলিস ভিএফএক্স (জওয়ান)
সেরা কোরিওগ্রাফি: গণেশ আচার্য্য (ঝুমকা- রকি অউর রানি কি প্রেম কাহানি)
সেরা ডেবিউ পরিচালক: তরুন দুদেজা
সেরা ডেবিউ পুরুষ: আদিত্য রাওয়াল (ফরজ)
সেরা ডেবিউ নারী: অলিজে অগ্নিহোত্রী (ফ্যারি)

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.