সূর্যবংশীর নতুন রেকর্ড, যেখানে আছে দুই বাংলাদেশির নামও

0
20
বৈভব সূর্যবংশী, আইপিএলের সবচেয়ে কমবয়সী সেঞ্চুরিয়ান। ফাইল ছবি: এএফপি

ব্যাট হাতে কম বয়সী হিসেবে বেশ কিছু রেকর্ডে নাম লিখিয়ে ফেলেছেন বৈভব সূর্যবংশী। ভারতের ১৪ বছর বয়সী এই ক্রিকেটার এবার বল হাতেও নতুন কীর্তি গড়েছেন। ভারতীয়দের মধ্যে যুব টেস্টে সবচেয়ে কম বয়সে উইকেট নেওয়ার রেকর্ড এখন সূর্যবংশীর।

২০২৫ আইপিএলে হইচই ফেলে দেওয়া সূর্যবংশী এখন ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ইংল্যান্ড সফরে আছেন। শনিবার বেকেনহামে শুরু হয়েছে দুই ম্যাচের যুব টেস্ট সিরিজের প্রথমটি। গতকাল দ্বিতীয় দিনের খেলায় বল হাতে কীর্তিটি গড়েন সূর্যবংশী।

বাঁহাতি ব্যাটসম্যান হিসেবে বেশি পরিচিত হলেও সূর্যবংশী বাঁহাতি স্পিনারও। গতকাল ভারত যখন ইংল্যান্ডের তৃতীয় উইকেট জুটিতে ভাঙতে পারছিল না, তখন অধিনায়ক আয়ুশ মাহাত্রে সূর্যবংশীর হাতে বল তুলে দেন। ফল আসতে দেরি হয়নি। সূর্যবংশীর তৃতীয় ওভারের শেষ বল লো ফুল টসের মতো পেয়ে ইংল্যান্ডের হামজা শেখ বড় শট খেলতে গিয়ে লং অফে ক্যাচ দেন। ভাঙে হামজা ও রকি ফ্লিনটফের ১৫৪ রানের জুটি। সেই সঙ্গে হামজাকে ফিরতে হয় ১৬ রানের জন্য সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে।

৮৪ রান করা হামজাকে আউট করে সূর্যবংশী এখন যুব টেস্টে ভারতের সর্বকনিষ্ঠ উইকেটশিকারি। উইকেট পাওয়ার দিন তাঁর অফিশিয়াল বয়স ১৪ বছর ১০৭ দিন। উইজডেনের তথ্যমতে, রেকর্ড সংরক্ষণের পর থেকে যুব টেস্টে ভারতের হয়ে সবচেয়ে কম বয়সে উইকেট পাওয়ার রেকর্ডটা ছিল মানিশির, যিনি ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে তিরুবনন্তপুরমে ১৫ বছর ১১৫তম দিনে প্রথম উইকেট নিয়েছিলেন।

যুব টেস্টে সবচেয়ে কম বয়সে উইকেট পাওয়ার কীর্তি অবশ্য সূর্যবংশীর নয়, সেটা পাকিস্তানের মাহমুদ মালিকের। ১৯৯৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩ বছর ২৪১ দিন বয়সে উইকেট নিয়েছিলেন পরবর্তী সময়ে কখনো পাকিস্তান দলে জায়গা না পাওয়া মাহমুদ। দ্বিতীয় স্থানেও এক পাকিস্তানি। ২০০৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১৩ বছর ২৫১ দিনে উইকেট নিয়েছিলেন লেগ স্পিনার হিদায়াতুল্লাহ খান, তিনিও কখনো আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি।

যুব টেস্টে সবচেয়ে কম বয়সে উইকেট

নাম দল বয়স প্রতিপক্ষ ভেন্যু বছর
মাহমুদ মালিক পাকিস্তান ১৩ বছর ২৪১ দিন নিউজিল্যান্ড ফয়সালাবাদ ১৯৯৪
হিদায়াতুল্লাহ খান পাকিস্তান ১৩ বছর ২৫১ দিন শ্রীলঙ্কা কলম্বো (এনসিসি) ২০০৩
বৈভব সূর্যবংশী ভারত ১৪ বছর ১০৭ দিন ইংল্যান্ড বেকেনহাম ২০২৫
নিহাদুজ্জামান বাংলাদেশ ১৪ বছর ১৩৯ দিন শ্রীলঙ্কা সিলেট ২০১৩
আরিফুল হক বাংলাদেশ ১৪ বছর ২৩১ দিন শ্রীলঙ্কা কলম্বো (কল্টস) ২০০৭

তথ্য-উপাত্ত সংরক্ষণের পর থেকে বাংলাদেশের হয়ে যুব টেস্টে সবচেয়ে কম বয়সে উইকেট নেওয়ার রেকর্ডটা নিহাদুজ্জামানের। ২০১৩ সালে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে উইকেট নেওয়ার দিন এই বাঁহাতি স্পিনারের বয়স ছিল ১৪ বছর ১৩৯ দিন। ২৬ বছর বয়সী নিহাদ এখন ঘরোয়া ক্রিকেটে খেলেন, খেলেছেন বিপিএলেও।

যুব টেস্টে সবচেয়ে কম বয়সে উইকেট নেওয়া শীর্ষ পাঁচজনের আরেকজন আরিফুল হক। বাংলাদেশ দলের হয়ে ২টি টেস্ট, ১টি ওয়ানডে আর ৯ টি-টোয়েন্টি খেলা অলরাউন্ডার যুব টেস্টে প্রথম উইকেট নিয়েছিলেন ১৪ বছর ২৩১ দিন বয়সে, সেটা ছিল ২০০৭ সালে শ্রীলঙ্কার কলম্বোয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.