সুমুদ ফ্লোটিলার সমালোচনা করলেন ইতালির প্রধানমন্ত্রী

0
12
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

গাজাগামী ত্রাণ বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র সমালোচনা অব্যাহত রেখেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ইসরায়েলি নৌবাহিনী কর্তৃক ২২ জন ইতালীয় নাগরিক আটকের ঘটনার পর গাজাগামী ত্রাণ বহর ফ্লোটিলার কঠোর সমালোচনা করেন তিনি। অবরোধ ভেঙে গাজায় পৌঁছানোর এই প্রচেষ্টা ‘ফিলিস্তিনিদের জন্য কোনো উপকার বয়ে আনবে না’ বলেও মন্তব্য করেন তিনি।

ডেনমার্কে ইউরোপীয় ইউনিয়নের এক বৈঠকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেলোনি বলেন, অবশ্যই, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যাতে তারা দ্রুত ইতালিতে ফিরতে পারে। তবে আমি এখনও বিশ্বাস করি, এসব উদ্যোগ ফিলিস্তিনি জনগণের কোনো উপকারে আসে না।

এদিকে, ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি সংসদে জানিয়েছেন, আটক ২২ জন ইতালীয় নাগরিক সুস্থ আছেন। ইসরায়েলি বাহিনী ফ্লোটিলা আটকের সময় নিয়মনীতি মেনে চলেছে এবং এখন পর্যন্ত এই অভিযানে কোনো ধরনের সহিংসতা বা জটিলতার খবর পাওয়া যায়নি।

এদিকে ফ্লোটিলা আটকের ঘটনাকে কেন্দ্র করে ইতালিতে প্রতিবাদ শুরু হয়েছে। শ্রমিক ইউনিয়নগুলো এই ঘটনার প্রতিবাদে আগামী শুক্রবার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.