নির্বাচন পর্যবেক্ষণে চূড়ান্ত নিবন্ধন পেল ৬৬ সংস্থা

0
109
ইসি

নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত নিবন্ধন পেয়েছে ৬৬ পর্যবেক্ষক সংস্থা। সংস্থাগুলো আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবে। একই সঙ্গে পর্যবেক্ষক সংস্থা বাড়াতে নতুন করে আবেদন আহ্বান করেছে ইসি। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে সাংবিধানিক সংস্থাটি আরও জানিয়েছে, ৬৬ সংস্থার নিবন্ধনের পাঁচ বছর মেয়াদ হবে ২০২৮ সালের ১৩ সেপ্টেম্বর।

ইসি কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে ১৯৯টি ও পরে ১১ সংস্থা পর্যবেক্ষক হতে আবেদন করে। গত ৮ আগস্ট প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ ৬৮ সংস্থার তালিকা প্রকাশ করে আপত্তি আহ্বান করে সংস্থাটি। চূড়ান্ত নিবন্ধন থেকে রূপনগর শিক্ষা স্বাস্থ্য সহায়তা ফাউন্ডেশন (রিহাফ) ও হিউম্যান রাইটস ওয়াচ কমিশন বঞ্চিত হয়েছে। তবে তাদের কিছু শর্ত দিয়েছে ইসি। সেগুলো পূরণ করলে নিবন্ধনের বিষয়টি বিবেচনা করা হবে বলে সূত্র জানিয়েছে।

২০০৮ সাল থেকে ইসি পর্যবেক্ষক নিবন্ধন দিচ্ছে। সে সময় ১৩৮টি সংস্থা নিবন্ধন পেয়েছিল। সর্বশেষ ২০১৮ সালে ১১৮টি সংস্থাকে পাঁচ বছরের নিবন্ধন দিয়েছিল ইসি। তাদের মধ্যে ৮১টি দেশীয় পর্যবেক্ষক সংস্থা।

এদিকে, জাতীয় সংসদ নির্বাচনে আরও পর্যবেক্ষক নিতে চাইছে ইসি। এ জন্য আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে আবেদন আহ্বান করেছে তারা। প্রথম ধাপে নিবন্ধন না পাওয়া সংস্থাগুলো চাইলে নিবন্ধনের জন্য আবেদন করতে পারবে। নিবন্ধনে আগ্রহীদের আগামী ২৪ সেপ্টেম্বর বিকেল ৪টার মধ্যে নির্ধারিত ফরমে সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকা বরাবর আবেদন করতে করতে হবে।

নিবন্ধন পাওয়া ৬৬ সংস্থা

মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা (মওসুস), সেবা সোশ্যাল ফাউন্ডেশন, অগ্রদূত সংস্থা (এএস), অ্যাক্টিভিটি ফর রিফরমেশন অব বেসিক নিডস (আরবান), হাইলাইট ফাউন্ডেশন, মুভ ফাউন্ডেশন, ডেমোক্রেসি ওয়াচ, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ), ডিসঅ্যাবিলিটি ইনকুজিশন অ্যাক্টিভিটিস (দিয়া), আজমপুর শ্রমজীবী উন্নয়ন সংস্থা (আসাস), আব্দুল মমেন মেমোরিয়াল ফাউন্ডেশন, এসডাপ, বিবি আছিয়া ফাউন্ডেশন, লুৎফর রহমান ভূঁইয়া ফাউন্ডেশন (এলআরবি), সমাজ উন্নয়ন প্রয়াস, যুব উন্নয়ন সংস্থা, শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র (এসপিবিকে), বঞ্চিতা সমাজকল্যাণ সংস্থা, কেরানীগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটি, এস কে কল্যাণী ফাউন্ডেশন, সোসাইটি ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট অব রুরাল পিপল (সার্প), সেতু রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি (এসআরডিএস), সোসাইটি ফর ট্রেনিং অ্যান্ড রিহেবিলিটেশন (স্টার), রুরাল অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (রাসা), ডেভেলপমেন্ট হেল্পিং কি (ডিএইচকে), তালতলা যুব উন্নয়ন সংগঠন (টাইডা), স্বাস্থ্যশিক্ষা সেবা ফাউন্ডেশন (সেফ), বাঁচতে শেখা, ডপস ফাউন্ডেশন, অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল ডেভলপমেন্ট অব বাংলাদেশ, ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি), ভলান্টরি অর্গানাইজেশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ভোসড), ক্রিয়েটিভ সোশ্যাল ডেভেলপমেন্ট সেন্টার (সিএসডিসি), জেন্ডার অ্যান্ড এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট সোসাইটি (জেমস), ডেপ (ডেভেলপমেন্ট এডুকেশন অ্যান্ড পিস), বেসিক, হিউম্যান রাইটস ভয়েস, সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে), রাজবাড়ী উন্নয়ন সংস্থা (রাস), ডেভেলপমেন্ট পার্টনার (ডিপি), গরিব উন্নয়ন সংস্থা (জিইউকে), সমাহার-মাল্টি ডিসিপ্লিনারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, সামাজিক উন্নয়ন সংস্থা (সাস), হাফেজ্জি চ্যারিটেবল সোসাইটি ফর বাংলাদেশ, ডেভেলপমেন্ট অব মহিলা সোসাইটি (ডিএমএস), সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডিও), সোশ্যাল ইকুয়ালিটি ফর ইফেক্টিভ ডেভেলপমেন্ট (সিড), ইন্টিগ্রেটেড সোসাইটি ফর রেইজ অব হোপ (রিশ), সমন্বিত নারী উন্নয়ন সংস্থা (এসএসইউএস), পল্লি একতা উন্নয়ন সংস্থা (রুডো), শিল্ড-সোসাইটি ফর হিউম্যান ইম্প্রুভমেন্ট অ্যান্ড লাস্টিং ডেভেলপমেন্ট, সেঁজুতি হেলথ অ্যান্ড এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সিডফ), এসো জাতি গড়ি (এজাগ), ওয়াসভা, সোশ্যাল অ্যাডভান্সমেন্ট অ্যান্ড কো-অপারেশন অর্গানাইজেশন (সাকো), ফোরাম ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (এফএফডিএ), প্রকাশ গণকেন্দ্র (পিজিকে), রুরাল অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (রাউডো), সার্ভিসেস ফর ইকুইটি অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট (সিড), তৃণমূল উন্নয়ন সংস্থা, হিউম্যান ইকোনমিক ডেভেলপমেন্ট সোসাইটি-হিডস, রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি ফর বাংলাদেশ-র্যা ক বাংলাদেশ, গ্রাম উন্নয়ন কর্ম (গাক), ইকো-কনসার্ন অ্যাসোসিয়েশন; গণউন্নয়ন কেন্দ্র (জিইউকে) এবং এসো বাঁচতে শিখি (এবাস)।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.