ভারতে ফ্লাইওভারে জিপ দুর্ঘটনায় নিহত ৯, আহত ১৩

0
89
ইসকন ফ্লাইওভারে দুর্ঘটনার আগে গাড়িটি ১০০ কিলোমিটারের বেশি গতিতে চলছিল।

ভারতের আহমেদাবাদের ইসকন ফ্লাইওভারে একটি দ্রুতগামী জিপ গাড়ি দুর্ঘটনায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন।

বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। গাড়িটি ১০০ কিলোমিটারের বেশি গতিতে চলছিল বলে জানা গেছে। খবর- টাইমস অব ইন্ডিয়া

সোলা সিভিল হাসপাতালের মেডিকেল অফিসার কৃপা প্যাটেল বলেন, হাসপাতালে ১২ জনকে আনা হয়েছে, যার মধ্যে ৯ জন মারা গেছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ছবিতে দেখা গেছে, ধাক্কা লেগে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। তবে গাড়িটি ফ্লাইওভারের রেলিঙে ধাক্কা লেগেছে নাকি অন্য কিছুর সঙ্গে তা প্রাথমিকভাবে প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.