সিলেটের জৈন্তাপুরে লোকজনের হাতে ধরা পড়ল একটি অজগর সাপ। শনিবার দুপুরে উপজেলার বাগরখাল দলইপাড়া গ্রাম থেকে সাপটি ধরা হয়।
স্থানীয় সূত্র জানায়, বাড়ির পাশে ঝোপ পরিষ্কার করছিলেন রফিক আহমদ। এ সময় সাপটি তার চোখে পড়লে তিনি চিৎকার দেন। এতে প্রতিবেশী বেলাল আহমদ, আবদুল কুদ্দুস ও জামাল আহমদ এসে সাপটি ধরেন। খবর পেয়ে পুলিশ অজগরটি তাদের হেফাজতে নেয়।
জৈন্তাপুর থানার এসআই হরিধন পাল বলেন, বন বিভাগকে খবর দেওয়া হয়েছে। তারা এসে সাপটি নিয়ে যাবে।