সিলেটের নতুন ডিসি সারওয়ার আলমকে বিমানবন্দরে অভ্যর্থনা

0
27
সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা

সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়েছে জেলা প্রশাসনের একটি প্রতিনিধিদল।

বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত হন জেলা প্রশাসনের কর্মকর্তারা।

বিমানবন্দরে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) সুবর্ণা সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহসহ কয়েকজন কর্মকর্তা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সিলেটের নতুন ডিসি হিসেবে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে সারওয়ার আলমের।

সারওয়ার আলম এর আগে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) ছিলেন। মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের একান্ত সচিবের দায়িত্বে ছিলেন তিনি।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.