সিয়েরা লিওনের সেনাবাহিনী জানিয়েছে, গত কয়েকদিন ধরে সামরিক ব্যারাক ও কারাগারগুলোতে লক্ষ্য করে ধারাবাহিক হামলায় এ পর্যন্ত ২০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৩ জন সেনা সদস্য রয়েছে। এছাড়া আহত হয়েছে আরও বেশ কয়েকজন। খবর-আলজাজিরা
পশ্চিম আফ্রিকার এই দেশটির সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল ঈসা বাঙ্গুরা বলেন, রাজধানী ফ্রিটাউনে রোববার বিদ্রোহী সৈন্যরা দিনভর হামলা চালিয়েছে। জড়িতদের খুঁজে বের করা হচ্ছে।
তিনি বলেন, শপথ নেওয়া সত্ত্বেও সামরিক বাহিনীর কিছু সদস্য সরকার ও প্রেসিডেন্টের প্রতি অনুগত নয়। আমরা যত দ্রুত সম্ভব আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা করছি।
এদিকে দেশটির প্রেসিডেন্ট জুলিয়াস মাডা বায়ো বলেছেন, সহিংস হামলার সঙ্গে জড়িত বেশিরভাগ সামরিক কর্মকর্তাকে আটক করা হয়েছে।
তিনি জানান, সহিংসতা ঘটনায় ৮ জন আহত হয়েছে। ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, নিহতদের মধ্যে তিনজন হামলাকারী, একজন পুলিশ কর্মকর্তা, একজন বেসামরিক নাগরিক রয়েছে।
সিয়েরা লিওনের কারাগারের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, রকেট লঞ্চার দিয়ে হামলাকারীরা কারাগারের গেট ভাঙার চেষ্টা করে। পরে তারা কারাগারের সামনের গেট দিয়ে ঢুকে পড়ে। ওই হামলার পর সিয়েরা লিওনের পাডেমবা রোড কেন্দ্রীয় কারাগার থেকে ১ হাজার ৮৯০ বন্দী পালিয়ে গেছে। পলাতকদের কারাগারে ফিরে আসার আহ্বান জানিয়েছে পুলিশ। ফ্রিটাউনে বিশৃঙ্খলার মধ্যে দেশব্যাপী কারফিউ জারি করা হয়েছে।