গতকাল রোববার রাতে মুম্বাইয়ে হয়ে গেল ‘দ্য হিন্দুস্তান টাইমস ইন্ডিয়াজ মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ডস ২০২৩’। এই আয়োজনে হাজির হয়েছিলেন হিন্দি সিনেমার তারকারা। অনিল কাপুর, শিল্পা শেঠি, বরুন ধাওয়ান, অনন্যা পাণ্ডে থেকে জাহ্নবী কাপুর যে ছিলেন না! তবে আলাদা করে নজর কেড়েছেন ‘দৃশ্যম’ অভিনেত্রী শ্রিয়া সরন। ঘটনা জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে।

স্ত্রী শিবানী দণ্ডকরকে নিয়ে এসেছিলেন অভিনেতা, পরিচালক, প্রযোজক ফারহান আখতার। তাঁরা হয়েছেন মোস্ট স্টাইলিস কাপলএএফপি

অনুষ্ঠানে হাজির ছিলেন সুস্মিতা সেনও। তিনি হয়েছেন স্টাই উইথ সাবস্ট্যান্সএএফপি

এসেছিলেন এই সময়ের আলোচিত অভিনেত্রী অদিতি রাও হায়দারি, এএফপি

ইন্ডিয়াজ মোস্ট স্টাইলিশ ফিমেল হয়েছেন জাহ্নবী কাপুর,এএফপি

রাকুল প্রীত সিংকে দেওয়া হয়েছে মোস্ট স্টাইলিশ হটস্টেপার পুরস্কারএএফপি

স্টাইল হল অব ফেম ফিমেল পেয়েছেন রাবিনা ট্যান্ডন এএফপি

স্টাইল অব ফেম মেল হয়েছেন অক্ষয় কুমার, এএফপি

তবে কালো বিকিনি পরে অনুষ্ঠানে হাজির হয়ে আলোচনায় ‘দৃশ্যম’ অভিনেত্রী শ্রিয়া সরন। সম্প্রতি বেশির ভাগ অনুষ্ঠানেই খোলামেলা পোশাক পরে আলোচনায় থাকেন শ্রিয়া, ব্যতিক্রম ছিল না এবারও। অনুষ্ঠানের পর তাঁর ছবিগুলো ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে, এএফপি