দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরা ইপ্সউইচকে হারিয়ে নতুন মৌসুম শুরু করলো লিভারপুল। শনিবার (১৭ আগস্ট) পোর্টম্যান রোডে সফরকারী লিভারপুলকে ৬০ মিনিট পর্যন্ত আটকে রেখেছিল ইপ্সউইচ। কিন্তু শেষ পর্যন্ত তারা পেরে ওঠেনি।
৫ মিনিটের ব্যবধানে স্কোরলাইন ২-০ করে দেন দিয়াগো জতা ও সালাহ। এই ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে তারা। ম্যাচে গোলের পাশাপাশি দারুন এক অ্যাসিস্টও করেন সালাহ।
ম্যাচের প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি হলেও গোল করতে ব্যর্থ হয় লিভারপুল। দ্বিতীয়ার্ধের ১৫ তম মিনিটে দারুণ এক আক্রমণ থেকে এগিয়ে যায় তারা। ডান দিক থেকে অ্যালেকজান্ডার-আর্নল্ডের থ্রু বল ধরে সালাহ পাস দেন ছয় গজ বক্সের বাইরে, ছুটে গিয়ে প্রথম স্পর্শে বাঁ পায়ের শটে বল জালে পাঠান পর্তুগিজ ফরোয়ার্ড জটা। এগিয়ে যায় লিভারপুল।
ঠিক পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। সোবোসলাইয়ের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে কাছ থেকেবল জালে পাঠান মিশরীয় ফরোয়ার্ড।
উল্লেখ্য, আগামী রোববার লিগে নিজেদের পরের ম্যাচে ঘরের মাঠ এনফিল্ডে ব্রেন্টফোর্ডকে আতিথ্য দেবে লিভারপুল।