সারা ভারত ‘গদার টু’ জ্বরে ভুগছে

0
187
‘গদার টু’র দৃশ্যে আমিশা ও সানি, টুইটার

২২ বছর পর আবার তারা-সাকিনার প্রেমের জাদুতে মোহিত দর্শক। গতকাল শুক্রবার মুক্তির প্রথম দিন ‘গদার টু’-কে ঘিরে রীতিমতো উন্মাদনা দেখা গেছে। রাস্তায়, মার্কেটে যেখানে–সেখানে এ সিনেমা নিয়ে আলোচনা চলছে। সারা ভারত যেন ‘গদার টু’ জ্বরে ভুগছে।

২০০১ সালে মুক্তি পেয়েছিল সানি দেওল আর আমিশা প্যাটেল অভিনীত ‘গদার: এক প্রেম কথা’ ছবিটি। গতকাল মুক্তি পেয়েছে এই ছবির সিক্যুয়াল ‘গদার টু’। অনিল শর্মা পরিচালিত এই ছবিকে ঘিরে শুরু থেকেই আগ্রহ ছিল।

প্রথম দিন সব কয়টা শো হাউসফুল ছিল। দিল্লি, মুম্বাইয়ের মতো বড় শহর থেকে শুরু করে পাটনা, গোরখপুরের মতো ছোট শহরেও একই চিত্র দেখা গেছে। নানা বয়সের ভারতীয় দর্শক তারা–সাকিনার কালজয়ী জুটিকে আরেকবার দেখার জন্য সিনেমা হলে ভিড় করেছেন। ‘গদার টু’ টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল ছবিটি ৪০ দশমিক ১০ কোটি আয় করেছে।

‘গদার টু’র ট্রেলার মুক্তি অনুষ্ঠানে সানি দেওল ও আমিশা প্যাটেল
‘গদার টু’র ট্রেলার মুক্তি অনুষ্ঠানে সানি দেওল ও আমিশা প্যাটেলপ্রযোজনা সংস্থার সৌজন্যে

নেট–দুনিয়ায় ‘গদার টু’ ঘিরে নানান ভিডিও ভাইরাল হচ্ছে। রাজস্থানের ভিলওয়াড়া জেলার সিটি সেন্টার মলের আইনক্সের আরেকটি ভিডিও নেট–দুনিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, সানি অনুরাগীরা পাঁচটা ট্রাক্টরে চড়ে ‘হিন্দুস্তান জিন্দাবাদ’ বলতে বলতে সিনেমা হলে প্রবেশ করছেন। মন্তব্যের ঘরে এত দর্শক লিখেছেন, ‘এই পাগলামি আমরাও দেখেছি। এট তো শুধু ট্রেলার। আমাদের এখানে থিয়েটারের সামনে জিটি রোড পুরো জ্যাম হয়ে গেছে। এই ছবির ক্ষেত্রে এটাই প্রাপ্য।’
এখন পর্যন্ত ২০২৩ সালের নিরিখে সানির এই ছবি ‘পাঠান’-এর পর ওপেনিং ডে-তে সবচেয়ে বেশি আয় করেছে। শাহরুখ খানের ‘পাঠান’ মুক্তির প্রথম দিন ৫৭ কোটি আয় করেছিল। আর প্রভাসের ‘আদিপুরুষ’ আয় করেছিল ৩৬ কোটি। ‘গদার টু’ এখন ‘আদিপুরুষ’-এর জায়গা দখল করেছে।

‘গদার টু’-তে পরিচালক অনিল শর্মার ছেলে উৎকর্ষ আর আমিশাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে। ‘গদার: এক প্রেম কথা’ ছবিতে এই উৎকর্ষই তারা-সাকিনার ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন। জি স্টুডিওজ, অনিল শর্মা প্রোডাকশন, এমএম মুভিজ দ্বারা নির্মিত ‘গদার টু’ ছবিটিতে সানি, আমিশা, উৎকর্ষ ছাড়া মনীশ ওয়াধওয়া, সিমরাত কাউর, গৌরব চোপড়া, লাভ সিনহা, রাকেশ বেদিসহ আরও অনেকে আছেন। এই ছবির গান লিখেছেন মিঠুন।

গত মঙ্গলবার দিল্লিতে ভারতীয় সেনাসদস্যদের জন্য ‘গদর টু’-এর এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। জানা গেছে, ছবিটি দেখার পর ভারতীয় সেনারা আবেগে ভেসেছেন। তাঁদের মতে, ‘গদার: এক প্রেম কথা’–কেও ছাপিয়ে গেছে এর সিক্যুয়েল। এমনকি অনেকে তৃতীয় কিস্তি নির্মাণের দাবিও তুলেছেন।

সারা ভারত যেন ‘গদার টু’ জ্বরে ভুগছে
সারা ভারত যেন ‘গদার টু’ জ্বরে ভুগছেফেসবুক থেকে

২২ বছর আগে ‘গদার: এক প্রেম কথা’ বক্স অফিসে চূড়ান্ত সাফল্য পেয়েছিল। মোট ১০০ কোটির ব্যবসা করেছিল এই ছবি। আমির খানের ‘লাগান’-এর সঙ্গেও রীতিমতো টক্কর চলে এই ছবির।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.