সারডিনিয়া সমুদ্র সৈকতের ‘বালু চুরি’, কারাদণ্ডের শঙ্কা

0
678
সারডিনিয়া থেকে পর্যটকেরা বোতলে ভরে বালু নিয়ে যান। পরে তা অনলাইনে নিলামে বিক্রি করেন। ছবি: রয়টার্স

শখ করে ইতালির সারডিনিয়া সমুদ্র সৈকতে ঘুরতে এসেছিলেন ফরাসি এক জুটি। ফেরার সময় বড় আকারের ১৪টি বোতলে ভরে নেন সৈকতের বালু। তবে এই বালু নেওয়ার কারণেই তাদের আটক করেছে পুলিশ। ‘বালু চুরির’ অপরাধে এখন ওই জুটির ছয় বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ওই ফরাসি জুটি প্রায় ৪০ কিলোগ্রামের মতো বালু নিজেদের গাড়িতে তুলেছিলেন। সেগুলো ‘স্যুভেনির’ হিসেবে ফ্রান্সে নিয়ে যেতে চেয়েছিলেন তাঁরা। সারডিনিয়া সৈকতের সাদা বালু ওই অঞ্চলে বিখ্যাত। এটি সেখানে সরকারি সম্পত্তি হিসেবে বিবেচিত হয়। এটি এক স্থান থেকে অন্যস্থানে সরানোও কঠোরভাবে নিষিদ্ধ। বালু নেওয়ার বিষয়টি স্বীকার করে অনুশোচনা প্রকাশ করেছেন ফরাসি ওই জুটি।

বেশ কয়েক বছর ধরে সারডিনিয়ার বাসিন্দারা বালুসহ স্থানীয় প্রাকৃতিক সম্পদ চুরির বিষয়ে বারবার অভিযোগ করে আসছেন। এমন পরিস্থিতিতে যদি ওই ফরাসি জুটির চুরির অভিযোগ প্রমাণিত হয় তাহলে তাদের এক থেকে ছয় বছরের জেল হতে পারে।

স্থানীয় আইন অনুযায়ী সারডিনিয়ার বালু ও নুড়ির মতো বস্তু বিক্রি অবৈধ ও জরিমানাযোগ্য। কেউ যদি এগুলো বিক্রির চেষ্টা করে তাহলে তাকে প্রায় ৩ হাজার ৩৩০ ডলার (২ লাখ ৮১ হাজার টাকা প্রায়) জরিমানা হতে পারে।

প্রাকৃতিক কারণসহ নানা কারণে সারডিনিয়া সৈকতে প্রতি বছর বালু কমে যাচ্ছে। বালুক্ষয়ের বিষয়টি নিয়ে স্থানীয় কর্তৃপক্ষ বেশ উদ্বিগ্ন। এমন পরিস্থিতিতে এর আগে ১৯৯৪ সালে সারডিনিয়ার উত্তর-পূর্বে বুদেলি দ্বীপের গোলাপি সমুদ্র সৈকতে পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ করা হয়।

বিবিসি প্রতিবেদন বলছে, ইউরোপ ও কিছু কিছু ইতালিয়ান পর্যটক সারডিনিয়ার থেকে বোতলে করে বালু নিয়ে আসে। পরে সেগুলো তারা অনলাইনে নিলামে বিক্রি করে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.