সাভারে পরমাণু গবেষণা প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ১৫

0
180
সাভারে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়েছে ছবি: সংগৃহীত

ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তারা জানান, আজ শুক্রবার সকাল থেকে আশুলিয়ার গনকবাড়িতে অবস্থিত বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের একটি ১০ তলা ভবনের নির্মাণকাজ চলছিল।

বিকেল সাড়ে ৪টার দিকে ভবনের দশম তলার ছাদের বেশ কিছু অংশ ধসে পড়ে। এতে অন্তত ১৫ জন আহত হন। প্রাথমিকভাবে তাঁরা সবাই নির্মাণশ্রমিক বলে জানা যায়।

এ বিষয়ে পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, একটি প্রকল্পের আওতায় আজ ১০ তলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় ওই তলার মিলনায়তনের অংশটি একটু উঁচু করায় ওই অংশটি ধসে পড়ে।

এ বিষয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, ‘আমাদের ফায়ার সার্ভিস স্টেশন থেকেই ছাদ ধসের বিষয়টি দেখতে পেয়ে আমরা ঘটনাস্থলে চলে আসি। নির্মাণাধীন ভবনের দশম তলার ছাদের বেশির ভাগ অংশ ধসে পড়েছে। এতে অন্তত ১৫ জন আহত হন। আমরা ভবন নির্মাণে দায়িত্বরতদের সঙ্গে উপস্থিত ও হাসপাতালে পাঠানো ব্যক্তিদের মিলিয়ে প্রাথমিকভাবে দেখেছি কেউ মিসিং নেই। আহত ব্যক্তিদের আঘাতও গুরুতর মনে হয়নি।’

এ বিষয়ে পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক দেবাশীষ পাল বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানে মেডিকেল ইনস্টিটিউটের একটি প্রকল্পের আওতায় ওই ভবনটি নির্মাণ করা হচ্ছে। ওই ভবনের ছাদধসের বিষয়টি আমি শুনেছি। আমি বিষয়টি জানতে ঘটনাস্থলে যাচ্ছি।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.