সাবেক ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ গ্রেফতার

0
22
সাবেক ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ

সাবেক নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমেদকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর খুলশী তুলাতুলী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে নগরীর কোতোয়ালী থানায় নিয়ে যাওয়া হয়।

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় ইসি সচিবের দায়িত্ব পালন করেন হেলালুদ্দীন আহমদ। এ সময় তিনি বেশ আলোচনায় আসেন। ২০২২ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব পদ থেকে অবসরে যান। সর্বশেষ তিনি সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য ছিলেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল, ইসি সচিব হেলালুদ্দীন আহমদসহ বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যদের বিরুদ্ধে প্রতারণা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে গত ১৮ সেপ্টেম্বর চট্টগ্রাম আদালতে একরামুল করিম নামের এক মুক্তিযোদ্ধা মামলা করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.