সাকিব ও হাসারাঙ্গা—টি–টোয়েন্টিতে এক নম্বর অলরাউন্ডার এখন দুজন

0
109
সাকিব ও হাসারাঙ্গা

১৫ দিন পরই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে সাকিব আল হাসান ও ওয়ানিন্দু হাসারাঙ্গার মধ্যে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিয়ে লড়াইটা জমে উঠেছে বেশ। সাকিব ও হাসারাঙ্গা দুজনেই আছেন যৌথভাবে টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে।

জিম্বাবুয়ে সিরিজের শেষ দুই ম্যাচে খেলেছেন সাকিব। সিরিজের শেষ দুই ম্যাচে ৫ উইকেট নেওয়া সাকিব ব্যাট হাতে ততটা ভালো করতে পারেননি। চতুর্থ টি-টোয়েন্টিতে ১ রানের পর পঞ্চম ম্যাচে রান করেছেন ২১। তাতে তাঁর রেটিং পয়েন্ট ২৩১ থেকে কমে হয়েছে ২২৮।

সমান ২২৮ রেটিং পয়েন্ট হাসারাঙ্গারও। জিম্বাবুয়ে সিরিজ দিয়ে প্রায় ১০ মাস পর টি-টোয়েন্টিতে ফেরেন সাকিব। এর আগে সর্বশেষ ২০২৩ সালে জুলাই মাসে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেন সাকিব। তখন তাঁর রেটিং পয়েন্ট ছিল ২৮৮। অনেক দিন টি-টোয়েন্টির দলের বাইরে থাকায় তাঁর রেটিং পয়েন্ট এমনিতেই কমছিল।

জিম্বাবুয়ে সিরিজে ২ ম্যাচে ৫ উইকেট নেন সাকিব
জিম্বাবুয়ে সিরিজে ২ ম্যাচে ৫ উইকেট নেন সাকিব

অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের তিনে থাকা মোহাম্মদ নবীও খুব বেশি রেটিং পয়েন্টে পিছিয়ে নেই। সাকিব-হাসারাঙ্গার সঙ্গে তাঁর পার্থক্য মাত্র ১০ রেটিং পয়েন্টের। বাংলাদেশ সিরিজে অলরাউন্ড পারফর্ম করে দুই ধাপ এগিয়ে চার নম্বরে আছেন সিকান্দার রাজা। তাঁর রেটিং পয়েন্ট ২১০। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের ৫ নম্বরে আছেন এইডেন মার্করাম। দক্ষিণ আফ্রিকার অধিনায়কের রেটিং পয়েন্ট ২০৫।

ডাবলিনে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজে ১২৮ রান করে ৬ ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ৫৩ নম্বরে উঠে এসেছেন আয়ারল্যান্ডের অ্যান্ড্রু বলবার্নি। হ্যারি টেক্টর এগিয়েছেন ১২ ধাপ, আছেন ৬৯ নম্বরে। পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচে তাঁর রান ৬৯।

২৪ ধাপ এগিয়েছেন ইমাদ
২৪ ধাপ এগিয়েছেন ইমাদ, এএফপি

পাকিস্তানের ফখর জামান ২ ইনিংস ব্যাটিং করে রান করেছেন ৯৮, সেটা প্রায় ১৭০ স্ট্রাইকরেটে। তাতে ৪ ধাপ এগিয়ে ৫৭তম স্থানে উঠে এসেছেন ফখর। অবসর ভেঙে ফেরা ইমাদ ওয়াসিম ২৪ ধাপ এগিয়ে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৫২তম স্থানে আছেন। সিরিজে ৭.২০ ইকোনমিতে ৩ ম্যাচে ২ উইকেট নিয়েছেন ইমাদ।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ সেরা বাংলাদেশ পেসার তাসকিন আহমেদেরও র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। তিনি এগিয়েছেন তিন ধাপ, আছেন ২৩ নম্বরে। অন্যদিকে জিম্বাবুয়ের সিরিজের শেষ দুই ম্যাচে খেলা মোস্তাফিজুর রহমান ৫ ধাপ এগিয়েছেন, আছেন ২৫তম স্থানে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.