সাইবার নিরাপত্তাসহ সকল গণবিরোধী আইন ও মামলা বাতিলের দাবি

0
28
মুক্ত গণমাধ্যম ও ডিজিটাল অধিকার সংগঠন–মুক্ত প্রকাশ

সাইবার নিরাপত্তা আইনসহ সকল গণবিরোধী আইন ও মামলা বাতিলের দাবি জানিয়েছেন মুক্ত গণমাধ্যম ও ডিজিটাল অধিকার সংগঠন–মুক্ত প্রকাশ। আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ড. সৈয়দা আইরিন জামান বলেন, অবিলম্বে আইসিটি অ্যাক্ট, ডিএসএ বা সিএসএ আইনে যে মামলাগুলো হয়েছে সেগুলো খারিজ করতে হবে। বর্তমান সরকারকে এ সংক্রান্ত নতুন অধ্যাদেশ জারি করতে হবে।

তিনি আরও বলেন, সংবাধিধান ও মানবাধিকারের সাথে সাংঘর্ষিক না হয় এবং সাংবাদিকদের পেশাগতকাজে যেন বাধা সৃষ্টি না করে এমন আইন করতে হবে। আন্তর্জাতিক মানদন্ড বজায় রেখে এ বিষয়ে যারা দক্ষ তাদের দিয়ে আইন প্রনয়ন করতে হবে বলেও দাবি করেন মুক্ত প্রকাশের সভাপতি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.