সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ছাত্রলীগের নতুন ২ নেতা সাবেকদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করা হবে

0
659
মধুর ক্যানটিনে সাংবাদিকদের মুখোমুখি আল নাহিয়ান খান ও লেখক ভট্টাচার্য।

ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তারা একথা জানান।

ছাত্রলীগের নতুন দুই কাণ্ডারী বলেন, ‘আগের দু’জন পদত্যাগ করেছেন, আর আমরা কেবলই দায়িত্ব নিয়েছি। আমাদের দায়িত্ব হলো সংগঠনকে গড়ে তোলা। এ বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত তারা যে দিক নির্দেশনা দেবেন সে অনুযায়ী কাজ করবো। ছাত্রলীগের ভাবমূর্তি যেটা ক্ষুণ্ণ হয়েছে সেটা পুনরুদ্ধার করে একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলার চেষ্টা করবো।’

তারা বলেন, ‘ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা তদন্ত করা হবে। ছাত্রলীগ চাঁদাবাজ-টেন্ডারবাজদের প্রশ্রয় দেয় না। কারো বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে এবং তদন্ত সাপেক্ষে তা প্রমাণিত হলে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’

নতুন দায়িত্বপ্রাপ্তরা সংগঠনকে এগিয়ে নিতে কাজ করবেন জানিয়ে তারা বলেন, ‘ছাত্রলীগ হচ্ছে দক্ষিণবঙ্গের একটি সর্ববৃহৎ সংগঠন। এই এগিয়ে নিতে সার্বিক পরিকল্পনা নেব।’

তারা বলেন, ‘ছাত্রলীগের একটি গঠনতন্ত্র আছে। তবে সব গঠনতন্ত্রের ঊর্ধ্বে হচ্ছেন শেখ হাসিনা। তিনিই ছাত্রলীগের একমাত্র অভিভাবক। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করাসহ তিনি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে তোলার যে দায়িত্ব নিয়েছেন, তাতে সহযোগিতা করবো। একই সঙ্গে ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করবো।’

সাবেকদের মতো নতুন দায়িত্বপ্রাপ্তরাও চাঁদাবাজিতে-টেন্ডারবাজির অভিযোগ উঠবে কি-না জানতে চাইলে তারা বলেন, ‘আমাদের গায়ে কোনো কলঙ্কের দাগ লাগতে দেব না। নিজেদের একটি ইতিবাচক ইমেজ গড়ে তোলার চেষ্টা করবো।’

সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে তারা বলেন, ‘ছাত্র রাজনীতির প্রকৃত বৈশিষ্ট্য ধরে রাখতে সচেষ্ট থাকতে হবে। আমরা নিজেরাও সেই চেষ্টা করবো। লবিং-তদবির না করে সঠিক রাজনীতি করেন, আশা করি যথাযথ মূল্যায়ন পাবেন।’

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে ছিলেন ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।

এর আগে সকাল থেকে ঢাবির বিভিন্ন হলের ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে মধুর ক্যান্টিনে জড়ো হন। পরে বেলা ১২টার পর সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য মধুর ক্যান্টিনে উপস্থিত হলে নেতাকর্মীরা তাদের স্বাগত জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.