সরকারের শেষ একনেক বৈঠকে ৩৬ প্রকল্প পর্যালোচনা

0
122
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠক ছবি-ফোকাস বাংলা

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক চলছে। রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠকে সভাপতিত্ব করছেন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় ৩৬টি প্রকল্প পর্যালোচনা চলছে। অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনের পক্ষ থেকে এ প্রকল্পগুলো একনেকে উত্থাপন করা হয়েছে। এছাড়া আরও পাঁচটি প্রকল্প বৈঠকে অবহিতকরণের জন্য উপস্থাপন করা হয়।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের এটি শেষ একনেক বৈঠক। সাধারণত জাতীয় সংসদের নির্বাচনী তফসিল ঘোষণার পর একনেক বৈঠকের রেওয়াজ নেই। যদিও এতে আইনগত বাধাও নেই।

একনেক বৈঠক শেষে দুপুর ২টায়  ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য জানাবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠক (ছবি-ফোকাস বাংলা)

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.