সরকারের ইন্টারনেট দিয়েই বিএনপির অপপ্রচার: তথ্যমন্ত্রী

0
160
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়ে ইন্টারনেট সবার কাছে সহজলভ্য করেছে আওয়ামী লীগ সরকার। বিএনপি সেই সুবিধা নিয়ে ডিজিটাল অপপ্রচার চালাচ্ছে, অপরাধ করছে।’ সোমবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নবনির্বাচিত কমিটির সঙ্গে পরিচিতি সভা শেষে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি নেতাদের অনুরোধ জানাব পেছনে ফিরে তাকাতে। তাদের আমলে দেশে ইন্টারনেট ব্যবহার করত ৫০ লাখ, এখন ব্যবহার করে ১৩ কোটি মানুষ। ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশ স্লোগান দিয়ে আওয়ামী লীগ সরকার ইন্টারনেট সহজলভ্য করেছে, সর্বসাধারণের কাছে পৌঁছে দিয়েছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা কোনোভাবেই ইন্টারনেট নিয়ন্ত্রণ করি না বরং এই সহজলভ্যতার সুযোগ গ্রহণ করে বিএনপি তাদের পেইড এজেন্টদের দিয়ে দেশের ভেতর ও বাইরে থেকে দেশ ও সরকারের বিরুদ্ধে বিষোদ্গার এবং মন্ত্রী থেকে শুরু করে সরকারদলীয় নেতাদের চরিত্র হনন করে, অপপ্রচার চালায়, গুজব ছড়ায়।’

মন্ত্রী বলেন, ‘পৃথিবীর অনেক দেশে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে সময়ে সময়ে বন্ধ করা হয়েছে, ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের দেশে কখনো সেটি করা হয়নি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরকম আজগুবি কথা কোথায় পেলেন! উনি আসলে ডিজিটাল অপরাধীদের পক্ষে, তাদের যে পেইড এজেন্টরা আছে, তাদের পক্ষে সাফাই গাওয়ার জন্য রোববার সংবাদ সম্মেলন করেছেন।’

এর আগে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘সচিবালয়ে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে সরকারের সঙ্গে জনগণের যোগসূত্র ঘটে। একই সঙ্গে সরকারের কোনো ভুলত্রুটি থাকলে সেগুলোও অনেক সময় উঠে আসে। এখানে যারা কাজ করছেন তারা অনেক বেশি অভিজ্ঞ। পাশাপাশি প্রয়োজনে প্রেস ইনস্টিটিউট সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারে।’

বিএসআরএফ সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব, সাধারণ সম্পাদক মাসউদুল হকসহ সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.