সরকারি নির্দেশনার দর মানছে না বাজার

0
180
বাণিজ্য মন্ত্রণালয় প্রতিটি ডিমের দাম সর্বোচ্চ ১২ টাকা বেঁধে দেওয়ার পরও সাড়ে ১২ টাকায় বিক্রি হচ্ছে। হালি ৫০ টাকা। আজ শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে

সরকারের বেঁধে দেওয়া দামে বাজারে মিলছে না ডিম, আলু ও পেঁয়াজ। ব্যবসায়ীরা পণ্য তিনটি বিক্রি করছেন আগের মতোই ইচ্ছামতো দামে। খুচরা ব্যবসায়ীরা বলছেন, পাইকারি পর্যায়ে ও আড়তে না কমলে তাদের কম দামে বিক্রি করার সুযোগ নেই। এদিকে দাম কমার খবর শুনে বাজারে গিয়ে হতাশ হচ্ছেন ক্রেতারা।
দাম নির্ধারণের পাশাপাশি সরকার কঠোরভাবে বাজার তদারকিরও ঘোষণা দিয়েছে। ভোক্তা অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর, প্রাণিসম্পদ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাই বাজারে তদারকি করবে বলা হলেও গতকাল শুক্রবার ভোক্তা অধিদপ্তর ছাড়া কেউ বাজারে নামেনি।

ভোক্তারা বলছেন, সরকার দাম বেঁধে দিয়েই দায় সারছে। তারা নিত্য ঠকেই যাচ্ছেন। সরকারের নির্দেশনা মানছে না কেউ। শুধু মুখে না বলে সরকারের উচিত প্রতিটি ধাপে পণ্যের মজুত পর্যালোচনা করা এবং বাজারে যথাযথ সরবরাহ নিশ্চিত করা। সংশ্লিষ্ট সব সংস্থাকে মাঠে না নামালে অবস্থার পরিবর্তন হবে না।

নির্ধারিত দর কার্যকর না হলেও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি দাবি করেছেন পেঁয়াজ, আলু ও ডিমের দাম শক্তভাবে তদারকি করা হচ্ছে। তবে ভোক্তা অধিদপ্তরে লোকবলের যথেষ্ট অভাব রয়েছে। এ সুযোগে অসাধু ব্যবসায়ীরা সুবিধা নিচ্ছেন। এর পরও প্রধানমন্ত্রীর নির্দেশে সবাই মিলে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

গতকাল রংপুরে নিজ বাসভবনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এদিকে সরকারের সংশ্লিষ্ট তদারকি সংস্থার কর্মকর্তারা বলছেন, নির্দেশনা দেওয়ার সঙ্গে সঙ্গে দাম কার্যকর করা কঠিন। কারণ, খুচরা ব্যবসায়ীদের কাছে নতুন দরের পণ্য পৌঁছাতে কিছুটা সময় লাগে। তাই তারা এখন উৎপাদন ও মজুত পরিস্থিতি পর্যবেক্ষণ এবং এসব পর্যায়ে নির্ধারিত দাম কার্যকরের বিষয়ে বেশি মনোযোগী। এসব স্তরে দাম স্বাভাবিক হলে খুচরায় নির্ধারিত দর কার্যকর হবে বলে মনে করেন তারা।

গত বৃহস্পতিবার সচিবালয়ে নিত্যপ্রয়োজনীয় তিনটি পণ্যের দাম বেঁধে দেওয়ার ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তখন তিনি জানান, ওই দিন থেকেই খুচরা পর্যায়ে প্রতিটি ডিমের দাম হবে সর্বোচ্চ ১২ টাকা, প্রতি কেজি আলু ৩৬ এবং দেশি পেঁয়াজ ৬৫ টাকা। তবে গতকাল শুক্রবার রাজধানীর ৯টি খুচরা বাজার ঘুরে সরকারি নির্দেশনার প্রতিফলনের চিত্র দেখা যায়নি। এসব বাজারের কোনোটিতে পণ্য তিনটি নির্ধারিত দরে বিক্রি হয়নি। দেশের অন্যান্য স্থানেও দাম কমেনি।

সরকারী দর ও বাজার দর

রাজধানীর খিলগাঁও, শান্তিনগর, মগবাজার, তেজকুনিপাড়া ও কারওয়ান বাজারে প্রতি কেজি আমদানি করা পেঁয়াজ ৬০ থেকে ৬৫, দেশি পেঁয়াজ ৮০ থেকে ৮৫ টাকা, সাদা আলু ৪৮ থেকে ৫০, লাল আলু ৫০ থেকে ৫৫ টাকা এবং ডিমের হালি ৫০ থেকে ৫২ টাকায় বিক্রি হতে দেখা গেছে। সেই হিসাবে প্রতিটি ডিমের দাম পড়ছে ১৩ টাকা। খিলগাঁওয়ের তাসিফ স্টোরের বিক্রয়কর্মী  বলেন, আগে বেশি দামে কেনা পণ্য এখন কম দামে বিক্রি সম্ভব নয়। পাইকারিতে কমলে খুচরা বিক্রেতারাও কমাতে পারবেন।

তবে এসব বাজারের চেয়ে পণ্য তিনটি আরও বেশি দামে বিক্রি হতে দেখা গেছে পুরান ঢাকার রায়সাহেব বাজার, নারিন্দা কাঁচাবাজার, ওয়ারী ও দক্ষিণ মৈষণ্ডী অঞ্চলে। এসব এলাকায় খুচরা দোকানে ডিমের হালি ৫৫ থেকে ৫৭ টাকা, সাদা আলু ৫০ থেকে ৫২, লাল আলু ৫৫ টাকা, আমদানি করা পেঁয়াজ ৬৫ থেকে ৬৮ এবং দেশি পেঁয়াজ ৮০ থেকে ৮৫ টাকায় বিক্রি হয়েছে।

রায়সাহেব বাজারের ব্যবসায়ী দুলাল মিয়া বলেন, ‘সরকার দাম নির্ধারণ করে দিয়েছে বুঝলাম, কিন্তু আমরা তো সেই দামে কিনতে পারছি না। তাইলে বেচমু কেমনে? সরকার যে দাম দিয়েছে, সেই দাম তো আড়তেও নেই। যেমন কিনতেছি তেমন বেচতেছি।’ একই বাজারের ডিম ব্যবসায়ী জসিম রানা বলেন, ‘আমরা ইচ্ছা করে দাম বাড়াই না। ৪৮ টাকা হালি ডিম কেনাও যায়নি। হুট করে ঘোষণা দিলেই দাম কমে না।’

নারিন্দা কাঁচাবাজারের ব্যবসায়ী আব্বাস হোসেন বলেন, ‘বুধবার আলু কিনেছি পাঁচ বস্তা। বেশি দামে কিনে কম দামে বেচি কীভাবে। দরকার পড়ে আলু রাইখা দেব। সরকারি দামে তো আর বাজার চলছে না কোথাও। সরকার তো আর বাজারে আহে না। আড়তেও সরকারের গল্প শোনাল, দাম তো কম রাখল না।’

দর নিয়ে তর্কে জড়ালেন ক্রেতা-বিক্রেতা

রাজধানীর রাজাবাজার এলাকার বাসিন্দা কারওয়ান বাজার থেকে দরকষাকষি করে আলু কিনেছেন ৪৮ টাকা কেজি দরে। ক্ষোভ ঝেড়ে তিনি বিক্রেতাকে বলেন, সরকার ৩৫ টাকা নির্ধারণ করেছে, আপনারা ৫০ টাকা চান কেন। জবাবে বিক্রেতা খলিলুর রহমান বলেন, আড়তে গিয়ে দেখে আসেন পাইকারিতে কত দরে বিক্রি হয়?

নারিন্দা বাজারে সরকার নির্ধারিত দাম শুধু কাগজেই সীমাবদ্ধ বলে মন্তব্য করেন ক্রেতা বাহার উদ্দিন। তিনি বলেন, ব্যবসায়ীরা দাম বাড়াতে পারেন, কমাতে পারেন না। বাজারে নিয়মিত তদারকি করাতে হবে। জিনিসের এত দাম, আর কুলাতে পারি না। হাবিবুর নামের আরেক ক্রেতা বলেন, একের পর এক জিনিসের দাম বাড়ছে। শক্ত হাতে বাজার তদারকি না করে শুধু ঘোষণা দিলে দাম কমবে না। হাজার টাকা নিয়ে এলেও এখন থলে ভরে না।

কনজ্যুমার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, কয়েকদিন ধরেই বাজারে কারসাজি চলছে। তাই দর বেঁধে দেওয়াকে স্বাগত জানাই। কিন্তু বাজারে সেই চিত্র দেখা যায়নি। তাই দর নির্ধারণ করে দায় সারলে হবে না। মাঠ পর্যায়ে এটি কার্যকর করতে হবে। ভোক্তা অধিদপ্তরের পাশাপাশি জেলা ও উপজেলা প্রশাসন এবং কৃষি, প্রাণিসম্পদ অধিদপ্তরকে নিয়ে সমন্বিত বাজার তদারকি নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, ব্যবসায়ীরা বাজার তদারকিকে হাস্যকর করার জন্য নানা ফন্দি-ফিকির করতে চান। এ জন্য আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে যেসব পণ্য নিয়ে কারসাজি হয়, সেগুলো দ্রুত আমদানি করতে হবে।

কী বলছে তদারকি সংস্থা

শুধু ভোক্তা অধিদপ্তরের একার পক্ষে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান। তিনি বলেন, পেঁয়াজের দাম কমাতে ফরিদপুর, রাজশাহী, পাবনা এসব জেলায় দাম পর্যবেক্ষণ করা হচ্ছে। উৎপাদন এলাকাগুলোতে কেজি ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি নিশ্চিত করা গেলে খুচরায় ৬৫ টাকায় বিক্রি করা সম্ভব হবে। আলুর দাম এখনও হিমাগারেই ৪০ টাকার মতো। আগামীকাল (আজ) মুন্সীগঞ্জে হিমাগার মালিক ও জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করে হিমাগারে সরকার নির্ধারিত দর নিশ্চিত করা হবে। তা ছাড়া ডিমের পিস খামার পর্যায়ে সাড়ে ১০ টাকা নির্ধারণ করা হলেও বিক্রি হচ্ছে সাড়ে ১১ টাকায়। মাঝে পাইকারিসহ কয়েকটি হাত ঘুরে আসায় খুচরা ১২ টাকায় বিক্রি হবে কীভাবে? এ বিষয়টি প্রাণিসম্পদ অধিদপ্তরকে নিশ্চিত করতে হবে বলে জানান অধিদপ্তরের মহাপরিচালক।

তবে অন্য কোনো সংস্থা তদারকিতে মাঠে না থাকায় ক্ষোভ প্রকাশ করে সফিকুজ্জামান বলেন, গত বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে সিদ্ধান্ত হয়েছে ভোক্তা অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর, প্রাণিসম্পদ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাই বাজারে তদারকি করবে। কিন্তু ভোক্তা অধিদপ্তর ছাড়া কেউই বাজারে নামেনি। এত অল্পসংখ্যক জনবল দিয়ে সারাদেশে ভোক্তার অধিকার নিশ্চিত করা অনেক কঠিন। তার পরও চেষ্টা চলছে। ছুটির দিনও কাজ করছে অধিদপ্তরের কর্মকর্তারা।

সারাদেশে অভিযান, জরিমানা

এদিকে ভোক্তা অধিদপ্তর জানিয়েছে, পণ্য তিনটির নির্ধারিত দর কার্যকর করতে গতকাল সারাদেশে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ৪১টি টিম। তারা ৫৩টি বাজারে অভিযানের মাধ্যমে ৯০টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা করেছে। এর মধ্যে ঢাকার মিরপুর শাহ আলী মার্কেট, মিরপুর-১, কারওয়ান বাজার, শান্তিনগর, মালিবাগ, যাত্রাবাড়ী ও কুতুবখালী বাজারে অভিযান চালিয়ে আটটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।

ঢাকার বাইরেও আগের দামে বিক্রি

ঢাকার বাইরেও বেঁধে দেওয়া দর মানেননি ব্যবসায়ীরা। বগুড়ায় আগের দামেই বিক্রি হয়েছে পণ্যগুলো। তবে ব্যবসায়ীরা বলছেন, দু-এক দিন পর থেকে দাম কমতে পারে। গতকাল বগুড়া শহরের ফতেহ আলী ও রাজাবাজার ঘুরে দেখা যায়, আলু ও পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে  যথাক্রমে ৫০ ও ৭৫ টাকায়। ডিম প্রতি হালি ৫০ টাকা। রাজাবাজারের আলু ব্যবসায়ী মাইদুল ইসলাম বলেন, ‘বড় ব্যবসায়ীরা দাম না কমালে আমরা কেমনে কমাব। হিমাগার থেকে আগের বাড়তি দামেই আলু কিনতে হয়েছে।’ পেঁয়াজ ব্যবসায়ী আবদুস সামাদ বলেন, আড়ত থেকে আগের দামেই কিনে খুচরা ৭৫ টাকা কেজি বিক্রি করছেন তিনি। কৃষি বিপণন বিভাগ বগুড়ার মাঠ ও বাজার পরিদর্শক আবু তাহের জানান, দাম কমানোর প্রভাব বগুড়ার বাজারে পড়েনি।

জসিম উদ্দিন বাদল ও ইমরান হুসাইন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.