গাইবান্ধার সুন্দরগঞ্জে বন্যার্তদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণ না করে গুদামজাত করার অভিযোগে ইউপি চেয়ারম্যান মনজু মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, একই দিন স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। জানা যায়, গত বছরের ১৬ জুলাই ইউএনও কার্যালয়ের ত্রাণ শাখা থেকে কাপাসিয়া ইউনিয়নে বিতরণের জন্য ৩ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। তবে তা বিতরণ না করে একটি গোডাউনে গুদামজাত করেন চেয়ারম্যান মনজু মিয়া। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে।
পরে, ৮ সেপ্টেম্বর উপজেলা প্রশাসনের অভিযানে উদ্ধার হয় ৩০ কেজি ওজনের ১০০ বস্তা চাল। সিলগালা করা হয় সংশ্লিষ্ট গোডাউনটি। পরদিন উদ্ধারকৃত চাল বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়।
এছাড়াও, অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মনজু মিয়া ও তার ভাইয়ের বিরুদ্ধে জমি দখল, অবৈধ বালু ব্যবসাসহ বিভিন্ন অনিয়ম নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন।